এরদোয়ানের প্রতিদ্বন্দ্বীর কারাদণ্ড, বিক্ষোভে উত্তাল তুরস্ক
অনলাইন রিপোর্ট
ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোলুকের ছবি হাতে একজন বিক্ষোভকারী
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের দুই দশকেরও বেশি সময়ের প্রধান প্রতিদ্বন্দ্বী ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোলুকে দোষী সাব্যস্ত করেছেন দেশটির একটি আদালত। একজন সরকারি কর্মকর্তাকে অপমান ও হুমকি দেওয়ার অভিযোগে বুধবার আদালত কারাবন্দী এ নেতাকে এক বছর আট মাসের কারাদণ্ড দিয়েছেন। দুর্নীতির অভিযোগে ২৩ মার্চ থেকে ইস্তাম্বুলের পশ্চিমে একটি কারাগারে বন্দী রয়েছেন একরেম ইমামোগলু। এই রায়ের বিরুদ্ধে তিনি আপিল করবেন বলে জানা গেছে। খবর-সিএনএন ও খবর রয়টার্স
ইমামোলুকে গ্রেপ্তারের আগেই জানুয়ারিতে তাঁর একটি মন্তব্য থেকে মামলাটি হয়েছিল। তিনি ইস্তাম্বুলের প্রধান পাবলিক প্রসিকিউটর আকিন গুরলেকের সমালোচনা করে বলেছিলেন, আকিন গুরলেক রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত তদন্তের মাধ্যমে বিরোধী ব্যক্তিত্বদের লক্ষ্যবস্তু করার চেষ্টা করছেন।
তুরস্কে সবচেয়ে বড় বিক্ষোভ: দুর্নীতির অভিযোগের তদন্তের অংশ হিসেবে প্রধান বিরোধী দলের অন্যান্য রাজনীতিবিদদের সঙ্গে ইমামোগলুকেও গ্রেপ্তার করা হয়। তবে তাঁকে গ্রেপ্তারের ফলে এক দশকেরও বেশি সময় ধরে তুরস্কের রাস্তায় সবচেয়ে বড় বিক্ষোভ শুরু হয়েছিল। একরেম ইমামোলুকে প্রথমে আটক করা হয়েছিল। পরে গ্রেপ্তার করে আদালতে নিয়ে যাওয়া হয়। আদালতের নির্দেশে তাঁকে মারমারা জেলে নিয়ে যাওয়া হয়েছে। অভিযোগ রয়েছে- অন্যায়ভাবে তাঁকে জেলে রাখা হয়েছে।
কারাগারে থাকা সত্ত্বেও তাঁকে প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি) প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনীত করে। নির্বাচন ২০২৮ সালে অনুষ্ঠিত হওয়ার কথা, তবে তা আরও আগেও হতে পারে।
ইমামোলুর গ্রেপ্তারের পরই ইস্তাম্বুলে শুরু হয়েছে বিক্ষোভ। হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছেন। গত পাঁচদিন ধরে তারা রাজপথ দখল করে বিক্ষোভ দেখাচ্ছেন। রোববার সেই বিক্ষোভে যোগ দিয়েছিলেন ইমামোলুর স্ত্রী দিলেক কায়া ইমামোলু।
হাজারো মানুষের উদ্দেশ্যে তিনি বলেছেন, এরদোয়ানের সময় শেষ হয়ে এসেছে। এবার তিনি হারবেন। ইমামোলুকে অন্যায় ভাবে গ্রেপ্তার করা হয়েছে। দেশের জনগণের সঙ্গে অন্যায় করা হচ্ছে, অবিচার করা হচ্ছে। এর দায়িত্ব এরদোয়ানকে নিতে হবে।
একরেম ইমামোলু তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের ঘোরতর বিরোধী। ইস্তাম্বুলে তিনি মেয়র হিসেবে এরদোয়ানের বিরুদ্ধে লড়াই করছিলেন। সে কারণেই অন্যায়ভাবে তাকে আটক করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
রোববার রাতে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, যেভাবে ইমামোলু এবং তার সহকারীদের গ্রেপ্তার করা হয়েছে তা গণতন্ত্রের ওপর আঘাত। গত ২০ বছর ধরে এরদোয়ান তুরস্কে শাসন করছেন। তিনি বিরোধী স্বরকে সম্মান দেওয়ার শপথ নিয়েছিলেন। কিন্তু বাস্তবে সে কাজ তিনি করছেন না।
২০১৯ সালে ইমামোগলু প্রথম মেয়র হিসেবে নির্বাচিত হয়েছিলেন। গত বছর তিনি পুনর্নির্বাচিত হন। প্রতীকী ভোটের ফলাফল জানার পর তিনি জেল থেকেই এক্স হ্যান্ডেলে লিখেছেন, দেশের মানুষ এরদোয়ানকে একটি বার্তা দিয়েছে। অনেক হয়েছে, আর না।
https://desherkantha.com/news/world/1f0631fd-64f6-69b0-979a-0d16ab81b109
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]