logo

সম্প্রীতির অনন্য নজির, ঈদে এবার হিন্দুদের শরবত খাওয়াল মুসলিমরা

সম্প্রীতির অনন্য নজির, ঈদে এবার হিন্দুদের শরবত খাওয়াল মুসলিমরা

জয়পুরে ঈদের নামাজ পড়তে আসা মুসলমানদের ওপর গোলাপের পাপড়ি ছুড়েছেন হিন্দুরা (বাঁয়ে), তারকেশ্বরে পুণ্যার্থীদের হাতে শরবতের গ্লাস তুলে দিচ্ছেন মুসলিম যুবকরা। ছবি : সংগৃহীত

এবার ঈদ উপলক্ষে হিন্দু ও মুসলমানদের সম্প্রীতির অনন্য নজির দেখা গেছে ভারতে। হিন্দুরা ঈদের নামাজ পড়তে আসা মুসলমানদের ওপর গোলাপের পাপড়ি ছুড়েছে আর মুসলিমরা হিন্দুদের খাইয়েছেন শরবত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওগুলো ছড়িয়ে পড়েছে। হাজার হাজার মানুষ এগুলো শেয়ার করছেন এবং প্রশংসাসুলভ মন্তব্য করছেন। ধর্মীয় সম্প্রীতির এই দৃশ্যগুলো হৃদয় কাড়ছে নেটিজেনদের।

জানা গেছে, মুসলিমদের ঈদের সময়েই হিন্দুদের গাজন উৎসব শুরু হয়েছে। গাজনের জন্য গোটা চৈত্র মাসজুড়েই তারকেশ্বর মন্দিরে হাজার হাজার ভক্তের আগমন ঘটে। চৈত্রের মাঝামাঝি থেকে ভিড়টা আরও বাড়তে থাকে। দূর-দূরান্ত থেকে আসেন অগণিত ভক্ত। তারকেশ্বরের মন্দিরে আগত এই পুণ্যার্থীদের পিপাসা দূর করতে এগিয়ে আসেন একদল মুসলিম যুবক।

সোমবার সকালে তারকেশ্বর-আরমবাগ চত্বরে মুসলিম মহল্লাগুলোতে নামাজের তোড়জোড় শুরু হয়ে যায় পুরোদমে। অন্যদিকে ভ্যান, ম্যাটাডোরে করে অংখ্য পুণ্যার্থীকে এদিন সকাল থেকেই তারকেশ্বরে আসতে দেখা যায়। দাবদাহের মধ্যে দীর্ঘ পথ ভ্রমণ করে তারা অনেকেই ছিলেন ক্লান্ত এবং পিপাসার্ত। এ সময় তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেন একদল মুসলিম যুবক।

ভিডিওতে দেখা যায়, নামাজ শেষে তারকেশ্বরের বাগবাড়ি এলাকার একদল মুসলিম যুবক আগত হিন্দু পুণ্যার্থীদের হাতে শরবতের গ্লাস তুলে দিচ্ছেন। পুণ্যার্থীদের গাড়ি দাঁড় করিয়ে সবাইকে শরবত খাওয়াচ্ছেন তারা। প্রচণ্ড গরমে এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারকেশ্বরে আসা হিন্দুরা। অন্যদিকে ঈদের খুশির আবহে এ কাজ করতে পেরে খুশি মুসলিমরাও।

এদিকে জয়পুরের ইদগাহে নামাজ শেষে বেরিয়ে আসার সময় মুসলিম সম্প্রদায়ের মানুষদের উপর পুষ্পবর্ষণ করেছেন হিন্দুরা। ‘হিন্দু মুসলিম ঐক্য কমিটি’র উদ্যোগে এ কাজ করা হয়েছে। ঐক্য ও আনন্দের সঙ্গে উৎসব উদ্‌যাপন করতে দেখা গেছে উভয় সম্প্রদায়ের মানুষকে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জয়পুরে দিল্লি রোডের ঈদগাহে নামাজ শেষ হওয়ার পর নামাজ পড়তে আসা মানুষদের উপর ফুল বর্ষণ করেন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষরা। বাড়ির ছাদ, বারান্দা থেকে গোলাপের পাপড়ি ছুড়ে স্বাগত জানান তারা।

শুধু তাই নয়, একে অপরকে জড়িয়ে ধরে ঈদের শুভেচ্ছা বিনিময়ও করতে দেখা যায়। একইভাবে বারাণসী, সম্ভল এবং দিল্লির সিলামপুরেও নামাজ শেষে মসজিদ থেকে বেরিয়ে আসা মুসলিমদের ফুল দিয়ে স্বাগত জানিয়েছে হিন্দু সম্প্রদায়ের মানুষরা। হিন্দু-মুসলিমদের এই সম্প্রতি দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাধারণ মানুষ।

জয়পুরে ঈদের নামাজ পড়তে আসা মুসলিমদের ওপর ফুল ছিটিয়ে দেওয়ার ঘটনাটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে বার্তাসংস্থা এএনআই। প্রকাশ করতেই ভিডিওটি খুব দ্রুত ছড়িয়ে পড়ে। হাজার হাজার মানুষ এটি শেয়ার করছেন এবং প্রশংসাসুলভ মন্তব্য করছেন। ধর্মীয় সম্প্রীতির এই দৃশ্যগুলো হৃদয় কাড়ছে নেটিজেনদের।

ভিডিওটির নিচে আলী মোহাম্মদ নামে এক ব্যক্তি মন্তব্য করেছেন, ‘আমাদের দেশে মুসলিম এবং হিন্দুদের মধ্যে কোনো সমস্যা নেই, কিন্তু স্বার্থপর রাজনীতিবিদরা তাদের স্বার্থের জন্য সমস্যা তৈরি করতে চায়।’

আর্কাইভ ক্যালেন্ডার

২০২৫
এপ্রিল
রবি
সোম
মঙ্গল
বুধ
বৃহস্পতি
শুক্র
শনি
১০
১১
১২
১৩
১৪
১৫
১৬
১৭
১৮
১৯
২০
২১
২২
২৩
২৪
২৫
২৬
২৭
২৮
২৯
৩০
logo
সম্পাদক ও প্রকাশক: মোঃ আলমগীর হোসেন
উপদেষ্টা সম্পাদক: নাসির আহমেদ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

দেশের কণ্ঠ © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত দেশের কণ্ঠ