logo
logo

ওয়ান্ডারার্স ক্লাবের কমিটি ঘোষণা

ক্রীড়াকণ্ঠ ডেস্ক

বুধবার ঢাকা জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ক্রীড়া অঙ্গনের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগরের দক্ষিণের আহ্বায়ক বিএনপি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামকে সভাপতি ও চাঁদপুরের কৃতি সন্তান ক্রীড়া সংগঠক মাহবুবুর রহমান শাহিনকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।

বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের সভাপতিত্বে এবং সাইদুর রহমান মিন্টু সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সহ-সভাপতি ক্লাবের শরফুদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক কামাল হোসেন সেলিম, মাহবুবুর রহমান শাহিন ও মোশারফ হোসেন খোকনসহ ক্লাবের নেতৃবৃন্দ।

সভাপতির তার বক্তব্যে বলেন- ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবটি আমাদের ঐতিহ্যবাহী একটি ক্লাব। যেখানে গত সরকারের আমলে ক্যাসিনো মাদক অন্যান্য ব্যবসা করেন ফ্যাসিবাদী সরকারের দলীয় নেতা কর্মীরা। আমরা এই ক্লাবের দায়িত্ব নিয়েছি, ইনশাআল্লাহ আগামীতে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের সুনাম ঐতিহ্য ফিরিয়ে আনব।তিনি আরো বলেন, ক্লাব চালাতে টাকা লাগে, পুরান ঢাকার সকল ব্যবসায়ীদের প্রতি আহবান রইলো, আপনারা আসুন, ক্লাব চালানোর জন্য দায়িত্বভার গ্রহণ করুন, সকলের জন্য উন্মুক্ত ক্লাব, পরিচালনার আমরা যারা দায়িত্বে আছি, আমাদের সাথে আলোচনা করুন কিভাবে আমরা আগামীর প্রজন্মকে খেলায় ফিরিয়ে আনতে পারি।

ঢাকা ওয়ান্ডারস ক্লাবের নবগঠিত সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহিন বলেন, আমাদের এখানে ফুটবল,ক্রিকেট, ভলিবল,সাঁতার ও অন্যান্য সকল খেলায় আমরা আগামীতে অংশগ্রহণ করব। একটি সুন্দর ক্লাব করার প্রত্যয় নিয়ে আমার যাত্রা শুরু করব। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। ক্লাব চালানোর জন্য আমার অভিজ্ঞতার সাথে আপনাদের অভিজ্ঞতা একত্রিত করে হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করে যাবো।

https://desherkantha.com/news/sports/506a0fcc-0cb0-4edf-8b80-368815db3196


logo
সম্পাদক ও প্রকাশক: মোঃ আলমগীর হোসেন
উপদেষ্টা সম্পাদক: নাসির আহমেদ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

দেশের কণ্ঠ © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত দেশের কণ্ঠ