বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: desherkanthaonline@gmail.com,
dainikdesherkanthaadd@gmail.com
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: desherkanthaonline@gmail.com,
dainikdesherkanthaadd@gmail.com

ছবি: সংগৃহীত
অ্যাশেজ সিরিজের ব্রিসবেন টেস্টের দ্বিতীয় দিনে ফিল্ডিংয়ে বাজে দিন কাটিয়েছে ইংল্যান্ড। একটি, দুটি নয়— মোট পাঁচটি ক্যাচ ছেড়েছে ইংলিশ ফিল্ডাররা। এই সুযোগ কাজে লাগিয়ে লিড নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে স্বাগতিক অস্ট্রেলিয়া।
নিজেদের প্রথম ইনিংসে ৩৩৪ রানে অলআউট হয় ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে জ্যাক ওয়েদারল্যান্ড, মার্নাস লেবুশানে ও স্টিভেন স্মিথের ফিফটিতে ভর করে ৭৩ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৭৮ রান সংগ্রহ করে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে অস্ট্রেলিয়া। এতে ৪৪ রানের লিড পেয়েছে অজিরা।

ইংল্যান্ডের করা ৩৩৪ রানের জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়াকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার ওয়েদারল্যান্ড ও ট্রাভিস হেড। ৭৭ রানের জুটি গড়েন তারা। তবে ৪৩ বলে ৩৩ রান করে সাজঘরে ফিরে যান হেড।
এরপর ক্রিজে আসা মার্নাস লেবুশানেকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন ওয়েদারল্যান্ড। দুর্দান্ত ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন তিনি। দলীয় ১৪৬ রানে ৭৮ বলে ৭২ রান করে আউট হন ওয়েদারল্যান্ড।

এরপর স্টিভেন স্মিথকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন লেবুশানে। ৫০ রানের জুটি গড়েন তারা। দলীয় ১৯৬ রানে ৭৮ বলে ৬৫ রান করে ফিরে লেবুশানে। তার বিদায়ের পর ক্যামেরুন গ্রিনকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন স্মিথ। ৯৫ রানের জুটি গড়েন তারা। গ্রিন ৫৭ বলে ৪৫, স্মিথ ৮৫ বলে ৬১ ও জস ইংলিশ ২৫ বলে ২৩ রান করে আউট হয়ে যান।
শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ৩৭৮ রান সংগ্রহ করে দ্বিতীয় দিনের খেলা শেষ করে অস্ট্রেলিয়া। অ্যালেক্স ক্যারি ৪৫ বলে ৪৬ ও মাইকেল নেসার ৩০ বলে ১৫ রানে অপরাজিত আছেন। ইংল্যান্ডের পক্ষে ব্রাইডন কার্স ৩টি ও বেন স্টোকস নেন ২টি উইকেট।
