বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: desherkanthaonline@gmail.com,
dainikdesherkanthaadd@gmail.com
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: desherkanthaonline@gmail.com,
dainikdesherkanthaadd@gmail.com
শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, দুপুর ১২:৪৫

ফুটবল বিশ্বকাপের মহারণ মাঠে গড়াতে বাকি আরও প্রায় ছয় মাস। তবে মাঠের লড়াইয়ের আগে আজই বেজে উঠছে যুদ্ধের দামামা। ওয়াশিংটনে আজ নির্ধারণ হয়ে যাবে ২০২৬ বিশ্বকাপের ৪৮ দলের ভাগ্য। কার গ্রুপে কে, কার পথ কতটা কঠিন বা সহজ, বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের সব জল্পনা-কল্পনার অবসান ঘটবে আজ রাতেই।
বাংলাদেশ সময় শুক্রবার রাত ১১টায় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির জন এফ. কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হবে এই জমকালো ড্র অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উপস্থিত থাকবেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোসহ ফুটবল বিশ্বের রথী-মহারথীরা।
বাংলাদেশ থেকে ফুটবলপ্রেমীরা ফিফার অফিসিয়াল ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে সরাসরি উপভোগ করতে পারবেন এই ড্র অনুষ্ঠান।
ইতিহাসে প্রথমবারের মতো ৪৮টি দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের বিশ্বকাপ। দলগুলোকে ভাগ করা হয়েছে ৪টি পটে। স্বাগতিক যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার গ্রুপ আগে থেকেই নির্ধারিত। মেক্সিকো ‘এ’, কানাডা ‘বি’ এবং যুক্তরাষ্ট্র থাকছে ‘ডি’ গ্রুপে।
একনজরে ৪ পটের দলসমূহ:
পট-১ (শীর্ষ বাছাই): স্বাগতিক মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল, স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড, পর্তুগাল, নেদারল্যান্ডস, বেলজিয়াম ও জার্মানি।
পট-২: ক্রোয়েশিয়া, মরক্কো, কলম্বিয়া, উরুগুয়ে, সুইজারল্যান্ড, জাপান, সেনেগাল, ইরান, দক্ষিণ কোরিয়া, ইকুয়েডর, অস্ট্রিয়া ও অস্ট্রেলিয়া।
পট-৩: নরওয়ে, পানামা, মিশর, আলজেরিয়া, স্কটল্যান্ড, প্যারাগুয়ে, তিউনিসিয়া, আইভরি কোস্ট, উজবেকিস্তান, কাতার, সৌদি আরব ও দক্ষিণ আফ্রিকা।
পট-৪: জর্ডান, কেপ ভার্দে, ঘানা, কুরাসাও, হাইতি, নিউজিল্যান্ড এবং প্লে-অফ থেকে আসা বাকি ৬টি দল।
উল্লেখ্য, এখন পর্যন্ত ৪২টি দল চূড়ান্ত হয়েছে। বাকি ৬টি দলের ফয়সালা হবে আগামী মার্চে ইউরোপিয়ান ও আন্তঃমহাদেশীয় প্লে-অফ রাউন্ড শেষে। ড্র অনুষ্ঠানের পরদিনই বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করবে ফিফা।
