বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

গায়ক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবর মনে করেন, পার্বত্য জেলাগুলোতে ক্রীড়ার অনেক সম্ভাবনা রয়েছে। তবে সম্ভাবনার বাস্তবায়ন দরকার। তিনি মনে করেন, পাহাড়ি অঞ্চলের তরুণ প্রতিভা তুলে আনতে পারলে ক্রীড়াঙ্গন আরও সমৃদ্ধ হবে।
বুধবার আসিফ বান্দরবান জেলা স্টেডিয়ামে উপস্থিত হয়ে সার্বিক অবস্থা পরিদর্শন করেন। এ সময় পার্বত্য জেলার ক্রীড়াঙ্গনের সমস্যা ও সম্ভাবনা নিয়ে স্থানীয় ক্রীড়াবিদ, সংগঠক এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
বিসিবি পরিচালক আসিফ বলেন, পাহাড়ি অঞ্চলে ক্রীড়াক্ষেত্রে অনেক সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে স্থানীয় পর্যায়ের সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নিতে হবে। পাহাড়ের তরুণ প্রতিভা জাতীয় পর্যায়ে তুলে আনতে উদ্যোগ নেওয়া হবে।
বাংলাদেশের ফুটবলে তবু পাহাড়ের আদিবাসী ফুটবলার আছেন। নারীদের ফুটবলে পার্বত্যাঞ্চলের মেয়েদের দারুণ অংশগ্রহণ। তবে দেশের ক্রিকেটে সেভাবে পার্বত্য জেলা থেকে খেলোয়াড় দেখা যায় না। আসিফ আশা করছেন, ভবিষ্যতে পার্বত্যাঞ্চল দেশের ক্রিকেটকে সমৃদ্ধ করবে।
