বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
মাত্র দুই দিন আগে আর্লিং হালান্ডকে লিওনেল মেসি-ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে তুলনা করেছেন ম্যানচেস্টার সিটি বস পেপ গার্দিওলা। আজ রাতে ইতিহাদ স্টেডিয়ামে সেই হালান্ডের মুখোমুখি হবে বরুশিয়া ডর্টমুন্ড। সিটির এই নওরোজিয়ান গোলমেশিনকে থামাতে পারবে জার্মান জায়ান্টরা? আজ রাতে আসরের অন্যতম ফেভারিট বার্সেলোনাও মাঠে নামছে। বেলজিয়ামের ক্লাব ব্রুজের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে নামছে কাতালান জায়ান্টরা। দুই তরুণ মিডফিল্ডার গাবি ও পেদ্রি চোটের কারণে মাঠের বাইরে। ব্রাজিলিয়ান স্ট্রাইকার রাফিনহাও নেই। তাই আজ লামিনে ইয়ামালকে বাড়তি দায়িত্ব নিতে হবে।
গত রোববার রাতে বোর্নামাউথের বিপক্ষে জোড়া গোল করার পর হালান্ডকে দুই কিংবদন্তির সঙ্গে তুলনা করেন গার্দিওলা। চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে আছেন হালান্ড। প্রিমিয়ার লিগে ১০ ম্যাচে তাঁর গোল ১৩টি, যা দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার চেয়ে সাতটি বেশি। আর চ্যাম্পিয়ন্স লিগের তিন ম্যাচে ৪ গোল। চলতি মৌসুমে সিটির গোল করার ভার যেন পুরোপুরি হালান্ডের কাঁধে। সিটির ৩১ গোলের ১৭টিই করেছেন তিনি। ৩৬ দলের গ্রুপ পর্বে তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে সপ্তম স্থানে সিটি। ডর্টমুন্ডের পয়েন্টও তাদের সমান ৭। তবে গোল পার্থক্যে এগিয়ে থাকায় ষষ্ঠ স্থান জার্মান ক্লাবটির।
ডর্টমুন্ডের অবস্থা বুন্দেসলিগায় খুব একটা ভালো না। শীর্ষে থাকা বায়ার্ন মিউনিখের কাছে হেরে তৃতীয় স্থানে নেমে গেছে তারা। তবে চ্যাম্পিয়ন্স লিগে রীতিমতো গোল বন্যা বইয়ে দিয়েছে তারা। জুভেন্টাসের সঙ্গে ৪-৪ গোলে ড্র করার পর অ্যাথলেটিক বিলবাওকে ৪-১ ব্যবধানে গুঁড়িয়ে দিয়েছে ডর্টমুন্ড। আরেক ম্যাচে ডেনমার্কে গিয়ে এফসি কোপেনহেগেনকে ৪-২ গোলে হারিয়ে এসেছে। তাদের এই গোল বন্যায় মূল ভূমিকা রেখেছেন ফেলিক্স এনমেচা, গুইরেসি ও জুব বেলিংহামের। বিশেষ করে জুড বেলিংহামের ছোট ভাই জুব।
গুরুত্বপূর্ণ এ ম্যাচে ব্যালন ডি’অর জয়ী মিডফিল্ডার রদ্রিকে পাচ্ছে না সিটি, এখনও পুরোপুরি ফিট নন তিনি। আরেক তারকা মিডফিল্ডার মাতেও কোভাসিচ অনেক দিন ধরে মাঠের বাইরে। এদিক থেকে ডর্টমুন্ডের জন্য সুখবরই বলতে হবে। চোট থেকে সেরে উঠেছেন তাদের রক্ষণভাগের দুই তারকা নিকো শ্লোটারবেক ও নিকলাস সুলে। ইতিহাস কিন্তু সিটির পক্ষে। দুই দলের সর্বশেষ পাঁচ লড়াইয়ে সিটির জয় তিনটি, ডর্টমুন্ড জিতেছে একটি ও একটি ম্যাচ ড্র। ইতিহাদ স্টেডিয়ামে জার্মান ক্লাবের বিপক্ষে সর্বশেষ ১১ ম্যাচের সবকটিতে জয় পেয়েছে সিটি। আর ডর্টমুন্ড তো কোনো দিন ইতিহাদে জয়ের দেখা পায়নি।
https://desherkantha.com/news/sports/1f0ba2f4-4bbe-6840-8c52-ed17ee59966d