বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের পদত্যাগের খবরে সকাল থেকেই উত্তাল ছিল ক্রিকেটাঙ্গন। কিন্তু মাঝ দুপুরে সেই নাটকের অবসান ঘটালেন সালাউদ্দিন নিজেই। পদত্যাগপত্র জমা দিতে আজ (বুধবার) সকালে বিসিবি ভবনে গেলেও শেষ পর্যন্ত তা জমা না দিয়েই বাসায় ফিরে গেছেন তিনি।
দিনের শুরুতে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’ এক প্রতিবেদনে জানায়, মোহাম্মদ সালাউদ্দিন তার বর্তমান ভূমিকায় সন্তুষ্ট না হওয়ায় বোর্ডকে পদত্যাগপত্র পাঠিয়েছেন। ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত দীর্ঘমেয়াদে চুক্তি থাকলেও, মাত্র এক বছরের মাথায় তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানানো হয়।
সালাউদ্দিনের এই পদত্যাগের সিদ্ধান্তের পেছনে বড় কারণ হিসেবে দেখা হচ্ছিল আয়ারল্যান্ড সিরিজের জন্য মোহাম্মদ আশরাফুলকে নতুন ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়াকে। আশরাফুল আসায় সালাউদ্দিনের ভূমিকা খর্ব হয়েছে বলে তিনি মনে করছেন, এমনটাই গুঞ্জন ছিল।
এই গুঞ্জনের মধ্যেই সালাউদ্দিন আজ সকালে পদত্যাগপত্রটি সশরীরে জমা দিতে বিসিবিতে যান। কিন্তু বোর্ডে উপস্থিত হওয়ার পর তার সিদ্ধান্ত বদল হয়। তিনি শেষ পর্যন্ত পদত্যাগপত্র জমা দেননি। কি কারণে পদত্যাগ করতে এসেও সিদ্ধান্ত বদল করলেন সালাউদ্দিন, তা জানা যায়নি।
আগামী ৬ নভেম্বর আয়ারল্যান্ড দল বাংলাদেশ সফরে আসছে। ১১ নভেম্বর সিলেটে প্রথম টেস্ট দিয়ে সিরিজ শুরু হবে। এই সিরিজ দিয়েই সালাউদ্দিনের সঙ্গে কোচিং প্যানেলে যোগ দেবেন মোহাম্মদ আশরাফুল।
https://desherkantha.com/news/sports/1f0ba2d1-85f2-6a70-a592-2c062990283b