বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বাংলাদেশের কোচ হিসেবে এক বছর হলো ফিল সিমন্সের। গত বছরের অক্টোবরে দায়িত্ব নিয়ে ভালো শুরু করেননি তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজে ভরাডুবি হয়েছিল। তখন দলের সঙ্গে মানিয়ে নেওয়া, দলকে বুঝতে সময় নেওয়ার কথা বলেছিলেন তিনি।
এরপর আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে হেরেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজে একটি টেস্ট জিতলেও ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল দল। তবে টি-২০ সিরিজ জিতেছিল ৩-০ ব্যবধানে। এরপর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভালো করেনি দল। শ্রীলঙ্কায় টেস্ট ও ওয়ানডে হেরেছে। টি-২০ ফরম্যাটে তবু কিছু ভালো ফল আসলেও ওয়ানডেতে ধরাশায়ীই হচ্ছে বাংলাদেশ।
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়ে এসেছে সিমন্সের দল। এবার ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ। একটা বছর দায়িত্ব সামলে, এতোগুলো সিরিজ পার করে বাংলাদেশ দলকে কতটা চেনা-জানা হলো? এমন প্রশ্নে কোচ জানিয়েছেন, এখনো তিনি কিছু বিষয়ের সঙ্গে মানিয়ে নিচ্ছেন। কিছু বিষয় তিনি নিজে শিখছেন, কিছু শেখাচ্ছেন।
ফিল সিমন্স বলেন, ‘আমি এখনো কিছু বিষয়ে অভ্যস্ত হওয়ার চেষ্টা করছি। দলকে যেখানে নিয়ে যেতে চাই, দুই অধিনায়ককে যে নির্দেশনা দিচ্ছি, আমরা সেই পথেই যাচ্ছি কিনা এটা নিশ্চিত করার চেষ্টা করছি। সুতরাং এটা অনেকটা শেখা ও শেখানো এবং তাদের আন্তর্জাতিক ক্রিকেট বুঝতে ও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে শেখানোর প্রক্রিয়ায় চলছে। দলের সবাই নির্দেশনা বুঝতে পারছে কিনা তা নিশ্চিত করার চেষ্টা করছি।’
সিমন্স যখন এসেছেন শান্ত তখন ওয়ানডে ও টেস্ট দলের অধিনায়ক। ভালো ছন্দেও ছিলেন। সেই শান্ত এখন নেতৃত্বে নেই, ব্যাটেও রান খরা। আছেন বাদ পড়ার শঙ্কায়। কোচ জানিয়েছেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে শান্ত খেলবেন কিনা তা এখনো নিশ্চিত নন। তবে শান্তকে রানে ফেরানোর চেষ্টা করছেন তিনি। শান্তর মতো ব্যাটারের ক্রিজে এসে সেট হওয়া জরুরি বলেও মন্তব্য করেন তিনি।
কোচ বলেন, ‘তার কোন কিছুতে ঘাটতি নেই। আমার মতে, কিছু খেলোয়াড় আছে, যারা ক্রিজে সেট না হলে ভালো খেলতে পারে না। সে এখনো তরুণ, দলের অধিকাংশই তরুণ খেলোয়াড়। তাদের পরিণত করার চেষ্টা চলছে। তবে আপনারাও জানেন, তার বাংলাদেশের অন্যতম সেরা হওয়ার সুযোগ আছে।’
https://desherkantha.com/news/sports/1f0ab574-2c49-67d0-8b1d-2f65c00b9a87