বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বিশ্বকাপ বাছাইপর্ব শেষ করে প্রীতি ম্যাচের মাধ্যমে দল গুছিয়ে নেওয়ার পালা আর্জেন্টিনার। যুক্তরাষ্ট্রের মাটিতে ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। যেখানে জায়গা দিয়েছেন তিন নতুন মুখকে।
অধিনায়ক লিওনেল মেসির নেতৃত্বে ঘোষিত ২৮ সদস্যের এই দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পালমেইরাসে খেলা আনিবাল মরেনো, রিভার প্লেটে খেলা লাওতারো রিভেরো এবং রেসিং ক্লাবের খেলে ফাকুন্দো ক্যামবেসেস। ভবিষ্যতের কথা মাথায় রেখেই এই তিন তরুণকে সুযোগ দিয়েছেন স্কালোনি।
দলে ফিরেছেন চেলসির মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। দুই ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও জাতীয় দলের জার্সিতে ফিরছেন তিনি। এছাড়া, দীর্ঘ সময় পর দলে জায়গা পেয়েছেন ডিফেন্ডার মার্কোস সেনেসি। তিনি সর্বশেষ ২০২২ সালের জুনে আর্জেন্টিনার হয়ে খেলেছিলেন।
আগামী ১০ অক্টোবর ভেনেজুয়েলা এবং ১৩ অক্টোবর পুয়ের্তো রিকোর বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা।
২৮ সদস্যের আর্জেন্টিনা দল: ২৮ সদস্যের আর্জেন্টিনা দল: এমিলিয়ানো মার্টিনেজ, জেরেনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ, ফাকুন্দো ক্যামবেসেস, গনসালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওটামেন্ডি, মার্কোস সেনেসি, লাওতারো রিভেরো, মার্কোস আকুনা, নিকোলাস টাগলিয়াফিকো, লেয়ান্দ্রো পারেদেস, আনিবাল মরেনো, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, নিকোলাস পাজ, গিওভানি লো সেলসো, থিয়াগো আলমাদা, অ্যালেক্সিস ম্যাক আলিস্টার, গিওলিয়ানো সিমিওনে, ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, লিওনেল মেসি, জোসে ম্যানুয়েল লোপেজ, হুলিয়ান আলভারেজ ও লাওতারো মার্তিনেজ।
https://desherkantha.com/news/sports/1f0a11f3-a5eb-69f0-b3b2-3a94509f590f