বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের আহমেদাবাদ টেস্ট শেষ হয়ে গেল বলতে গেলে মাত্র এক সেশনের মধ্যেই। রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ সিরাজ আর কুলদীপ যাদবের বোলিং ঝড়ে উড়ে গেল অতিথিরা। শনিবার (৪ অক্টোবর) মাত্র ৪৫.১ ওভার খেলেই গুটিয়ে গেল ক্যারিবীয় ব্যাটিং লাইনআপ। ফলে প্রথম ইনিংসে ২৮৬ রানের লিড নেওয়া ভারত জিতল ইনিংস ও ১৪০ রানের বিশাল ব্যবধানে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ঘরের মাটিতে নিজেদের যাত্রা ভারত শুরু করল দুর্দান্ত এক বার্তায়।
দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে একাই ভেঙে দেন জাদেজা (৪-৫৪)। সিরাজও ছিলেন সমান ভয়ঙ্কর (৩-৩১), সাথে কুলদীপের বাঁ-হাতি জাদু (২-২৩)। ইনিংসের শুরুতেই সিরাজের শর্ট বল সামলাতে গিয়ে তাগেনারিন চন্দরপলকে বিদায় দেন নীতিশ রেড্ডির অসাধারণ ক্যাচ। এরপরই মঞ্চে আসেন জাদেজা। তার টার্নিং বলেই সাজঘরে ফেরেন জন ক্যাম্পবেল ও ব্র্যান্ডন কিং।
কুলদীপ যাদবের ভিন্নধর্মী টার্ন পড়তে হিমশিম খেলেন ক্যারিবীয় অধিনায়ক রোস্টন চেজ। একের পর এক বৈচিত্র্যময় ডেলিভারির পর অবশেষে তার অফ-স্টাম্প ছিটকে যায়।
ভারতের ফিল্ডাররাও ছিলেন চোখে পড়ার মতো তৎপর। ব্যাকওয়ার্ড পয়েন্টে যশস্বী জয়সওয়ালের ডাইভিং ক্যাচে ফিরলেন শাই হোপ। লাঞ্চের আগেই ৬৬/৫ হয়ে ম্যাচ হাতছাড়া হয়ে যায় অতিথিদের।
লাঞ্চের পরও লড়াই করার চেষ্টা করেছিলেন আথানাজে ও গ্রিভস। কিন্তু ওয়াশিংটন সুন্দর ভেঙে দেন জুটি। সিরাজের নিখুঁত ইয়র্কারে ফেরেন গ্রিভস, আর দুই বল পরই জোমেল ওয়ারিকান ক্যাচ দিয়ে বসেন। বাকি কাজ সেরে ফেলেন জাদেজা ও কুলদীপ।
এর আগে ভারতের প্রথম ইনিংসে রান পাহাড় গড়ার কৃতিত্ব যায় তিন ব্যাটারের কাছে। ধ্রুব জুরেলের দারুণ সেঞ্চুরি (১২৫), জাদেজার অপরাজিত শতক (১০৪*) আর কেএল রাহুলের ১০০ রানে ভারত তুলেছিল ৪৪৮/৫ ডিক্লেয়ার। শুভমান গিলও করেছিলেন কার্যকরী ৫০ রান।
সংক্ষিপ্ত স্কোরকার্ড
ভারত: ৪৪৮/৫ ডি. (ধ্রুব জুরেল ১২৫, জাদেজা ১০৪*, রাহুল ১০০, গিল ৫০; চেজ ২-৯০)
ওয়েস্ট ইন্ডিজ: ১৬২ ও ১৪৬ (আথানাজে ৩৮; জাদেজা ৪-৫৪, সিরাজ ৩-৩১, কুলদীপ ২-২১)
ফল : ভারত ইনিংস ও ১৪০ রানে জয়ী