বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
নভেম্বরে ঢাকায় ত্রিদেশীয় সিরিজ আয়োজনের পরিকল্পনা নেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। মূলত এএফসি নারী এশিয়ান কাপ ও নারী অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের প্রস্তুতির জন্য এ উদ্যোগ নেওয়া।
স্বাগতিক বাংলাদেশের সঙ্গে আজারবাইজান ও ভিয়েতনামের এই সিরিজে খেলার কথা ছিল। কিন্তু নভেম্বরে এ সিরিজে খেলতে পারবে না বলে জানিয়ে দিয়েছে ভিয়েতনাম। এতে বেকায়দায় পড়েছে বাফুফে। ভিয়েতনামের বিকল্প খুঁজছে তারা। কিন্তু এখন পর্যন্ত অন্য কোনো দল ঠিক করতে পারেনি।
এ প্রসঙ্গে বাফুফে নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ সংবাদ মাধ্যমকে বলেন, ‘তৃতীয় দল এখনও ঠিক হয়নি। আমরা আশিয়ান, ইস্ট এশিয়া, সেন্ট্রাল এশিয়া থেকে দল আনার চেষ্টা করে যাচ্ছি। এখন পর্যন্ত কোথাও থেকে কনফারমেশন পাইনি।’ আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়ায় হবে এএফসি নারী এশিয়ান কাপ এবং এপ্রিলে থাইল্যান্ডে হবে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ। দুটি আসরেই বাংলাদেশের মেয়েরা প্রথমবারের মতো খেলবে।
কয়েকদিনের মধ্যে তৃতীয় দল না পাওয়া গেলে অন্য পথে হাঁটবে বাফুফে। সেক্ষেত্রে আজারবাইজানের সঙ্গে দুই ম্যাচের সিরিজ খেলার সম্ভাবনা আছে পিটার বাটলারের দল। এই সিরিজের আগে নারী ফুটবল দল দুটি প্রীতি ম্যাচ খেলতে থাইল্যান্ড যাবে। ২৫ ও ২৮ অক্টোবর হবে ম্যাচ দুটি। আন্তর্জাতিক ব্যস্ততা সামনে রেখে বর্তমানে চট্টগ্রামে বিশেষ ক্যাম্প করছেন আফঈদা খন্দকার-রুপনা চাকমারা। সেখান থেকে ১৭ অক্টোবর ঢাকায় ফিরবে তারা।
https://desherkantha.com/news/sports/1f0a107b-3fd7-62a0-b1df-92a93a628019