বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
কলম্বোয় নারী ক্রিকেট বিশ্বকাপের ম্যাচে একজোট হয়ে দারুণ বোলিং উপহার দিল বাংলাদেশ। শক্তিশালী পাকিস্তান ব্যাটিং লাইনআপকে মাত্র ১২৯ রানে গুটিয়ে দিয়ে টাইগ্রেসরা জানিয়ে দিল—এই টুর্নামেন্টে তাদের হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। শুরুতেই ধাক্কা, মাঝপথে ধস আর শেষ দিকে নিয়মিত বিরতিতে উইকেট—সব মিলিয়ে ফাতিমা সানার দলের ইনিংস থেমে যায় মাত্র ৩৮.৩ ওভারে।
পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা টসে জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত নেন, কিন্তু সেটিই হয়ে ওঠে বুমেরাং। ইনিংসের প্রথম ওভারেই মারুফা আক্তারের গতি ও সুইংয়ে কাবু হয়ে শূন্য রানে সাজঘরে ফেরেন ওমাইমা সোহেল ও সিদরা আমিন। স্কোরবোর্ডে তখন মাত্র ২ রান।
সেখান থেকে সামলে নিতে চেষ্টা করেছিলেন মুনেবা আলি ও রামিন শামিম। তাদের সতর্ক ব্যাটে আসে ৪২ রানের জুটি। কিন্তু দ্রুত দু’জনকেই হারিয়ে আবারও ধস নামে পাকিস্তান শিবিরে। ১৩.৪ ওভারে স্কোর দাঁড়ায় ৪৭/৪।
দলীয় সর্বোচ্চ ২৩ রান আসে রামিনের ব্যাট থেকে (৩৯ বলে, ২ চার)। মুনেবা করেন ১৭। এরপর আলিয়া রিয়াজ (১৩), সিদরা নওয়াজ (১৫) ও ফাতিমা সানা (২২) ছোট ছোট ইনিংস খেললেও তা যথেষ্ট হয়নি। শেষদিকে ডায়ানা বেগ ১৬ রানের ক্যামিও খেললেও দলীয় সংগ্রহ থামে ১২৯ রানে।
বাংলাদেশি বোলারদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল ছিলেন তরুণ স্বর্ণা আক্তার। মাত্র ৩.৩ ওভারে ৫ রান খরচায় তুলে নেন ৩ উইকেট। মারুফা ও নাহিদা আক্তার শিকার করেন ২টি করে উইকেট। আর একটি করে উইকেট ভাগ করে নেন রাবেয়া খান, ফাহিমা খাতুন ও নিশিতা আক্তার নিশি।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বল হাতে এমন নিয়ন্ত্রিত পারফরম্যান্সে বাংলাদেশ আত্মবিশ্বাসে ভরপুর। এখন দেখার বিষয়, রান তাড়ায় ব্যাটাররাও কি একই ছন্দে জ্বলে উঠতে পারেন।
https://desherkantha.com/news/sports/1f09f8d0-347d-6610-a356-b2c275f32511