বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

সবকিছু ঠিক থাকলে ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন। তার আগে স্বেচ্ছাচারিতা আর নোংরামির অভিযোগ এনে নির্বাচন থেকে সরে দাঁড়ান তামিম ইকবাল। বিসিবি নির্বাচন নিয়ে কথা বলেছেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। প্রত্যাশা করেন, যারা নির্বাচিত হয়ে আসবে তারা দেশের ক্রিকেটের উন্নয়নে কাজ করবে।
বিসিবির নির্বাচনের উত্তাপ টের পাচ্ছেন কিনা এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘আমি অত কিছু ফলো করিনি। আশা থাকবে, যারা আসবে, তারা বিসিবির ভালোর জন্য কাজ করবে। সবার প্রতি শুভকামনা।’
বিসিবি নির্বাচনে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন তামিম ইকবাল। এ বিষয় নিয়ে প্রশ্ন করা হলে সাকিব নিজের অবস্থান নিরপেক্ষ রেখে জবাব দেন। বলেন, ‘নির্বাচনের খবর খুব একটা দেখা বা পড়া হয় না। স্বাভাবিকভাবেই আমার জন্য বলা কঠিন আসলে কী হচ্ছে। এ বিষয়ে মন্তব্য না করাই ভালো। যেটা জানি না, সেখানে কিছু বলা ঠিক হবে না।’
এশিয়া কাপে ফাইনাল খেলার সুযোগ বাংলাদেশের সামনে থাকলেও সেটি কাজে লাগাতে ব্যর্থ হয় টাইগাররা। তবে সাকিব মনে করেন, সদ্য শেষ হওয়া টুর্নামেন্টে ভালো ক্রিকেট খেলেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
তিনি বলেন, ‘আমার মনে হয়, সব মিলিয়ে ভালো ক্রিকেট খেলেছে বাংলাদেশ। পাকিস্তান ম্যাচ বাদ দিলে পরিকল্পনা সঠিক ছিল। যে ধরনের পিচ ছিল, পাকিস্তান যে পরিস্থিতিতে ছিল ওখান থেকে ওদের ১৩৫ রান করা বেশি হয়ে গেছে। আমার মনে হয়, ফিল্ডিংটা অনেক ভুগিয়েছে বাংলাদেশকে। ক্যাচগুলো না ফেললে ১০০ রানে অলআউট করা সম্ভব হতো। ওই রানে আটকে দেওয়া গেলে খেলাটাই ওদের (পাকিস্তান) হাতে থাকত না।’
