বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
ফিফা প্রকাশিত সর্বশেষ পুরুষদের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছে স্পেন। ২০১৪ সালের পর তারা প্রথম স্থান অর্জন করেছে। এক ধাপ এগিয়ে দুইয়ে উঠে এসেছে ফ্রান্স। এই দুই দলের এক ধাপ করে উন্নতি হয়েছে। বিপরীতে দুই বছরের আধিপত্যের অবসান ঘটেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার। প্রথম স্থান হারিয়ে তারা এখন তিনে নেমেছে।
একইভাবে দুঃসংবাদ পেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলও। এক ধাপ অবনতির পর তাদের বর্তমান অবস্থান ষষ্ঠ। আর ছয় নম্বর থেকে এগিয়ে ব্রাজিলের জায়গা (পঞ্চম) দখল করেছে পর্তুগাল।
এক ধাপ করে এগিয়েছে ক্রোয়েশিয়া ও ইতালি। এর মধ্য দিয়ে সাবেক চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি র্যাঙ্কিংয়ের শীর্ষ দশে ফিরল। ক্রোয়েশিয়ার অবস্থান নবম।
ফিফা র্যাঙ্কিংয়ের এখন শীর্ষ দশে অবস্থান করছে স্পেন, ফ্রান্স, আর্জেন্টিনা, ইংল্যান্ড, পর্তুগাল, ব্রাজিল, নেদারল্যান্ডস, বেলজিয়াম, ক্রোয়েশিয়া ও ইতালি।
বাংলাদেশের অবস্থানের অবশ্য কোনো পরিবর্তন হয়নি। ১৮৪তম স্থানে আগের মতোই রয়ে গেছে হাভিয়ের কাবরেরার দল। সেপ্টেম্বরের শুরুর দিকে কাঠমান্ডুতে নেপালের সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর এখন তাদের দৃষ্টি আগামী অক্টোবরে হংকংয়ে অনুষ্ঠিতব্য এএফসি এশিয়ান কাপের তৃতীয় রাউন্ড বাছাইয়ের দিকে। বাংলাদেশের সঙ্গে খেলে নেপালও আগেরমতো ১৭৬তম অবস্থানে আছে।
সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে প্রায় সব দলই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলেছে। লাতিন অঞ্চলের (কনমেবল) বাছাই শেষ হলেও, ইউরোপের অনেক দেশই নতুন করে নেমেছে ২০২৬ বিশ্বকাপে ওঠার মিশনে। সেপ্টেম্বরে ব্রাজিল-আর্জেন্টিনা উভয়েই নিজেদের শেষ ম্যাচে যথাক্রমে বলিভিয়া ও ইকুয়েডরের কাছে হেরেছে। উভয়ের হারের ব্যবধান ছিল সমান (১-০)। আবার একই উইন্ডোতে নিজেদের প্রথম ম্যাচে কাকতালীয়ভাবে সমান ৩-০ ব্যবধানে জেতে ব্রাজিল-আর্জেন্টিনা। তবে শেষ ম্যাচে হারের ফল পেল র্যাঙ্কিংয়ে।
এদিকে সেপ্টেম্বরে বাছাইয়ের দুই ম্যাচে বড় জয় পেয়েছে ২০১০ বিশ্বকাপের শিরোপাধারী স্পেন। বুলগেরিয়াকে ৩-০ এবং তুরস্ককে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে তারা বাছাইয়ের মিশন শুরু করেছে। এ ছাড়া গত জুলাইতে শীর্ষ দশের বাইরে চলে যাওয়া ইতালি ৫-৪ ব্যবধানে ইসরায়েলের সঙ্গে থ্রিলার এবং এস্তোনিয়ার সঙ্গে ৫-০ ব্যবধানে জিতেছে।
এবারের ফিফা র্যাঙ্কিংয়ে সর্বোচ্চ ১০ ধাপ উন্নতি হয়েছে স্লোভাকিয়ার। একই সঙ্গে সর্বোচ্চ ২৫.৩১ পয়েন্টও পেয়েছে তারা। সর্বাধিক ৯ ধাপ অবনতি ঘটেছে জিম্বাবুয়ে ফুটবল দলের। আর সর্বোচ্চ পয়েন্ট (২৬.১৮) কাটা গেছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের।