logo
logo

নিশাঙ্কা-মেন্ডিসের তাণ্ডবে শ্রীলঙ্কার দাপুটে জয়

অনলাইন রিপোর্ট

টেস্ট ও ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টিতেও বদলাল না ভাগ্য। সিরিজের প্রথম ম্যাচেই দারুণ ছন্দে থাকা স্বাগতিকদের কাছে ৭ উইকেটে হেরে গেল লিটন দাসের দল।

মাত্র ১৫৪ রানের লক্ষ্য তাড়ায় শুরু থেকেই বাংলাদেশ বোলারদের উপর চড়াও হন শ্রীলঙ্কার দুই ওপেনার। প্রথম চার ওভারে স্কোরবোর্ডে উঠে যায় ৭৮ রান, ম্যাচ তখনই কার্যত ছিটকে যায় বাংলাদেশের হাত থেকে।

পাথুম নিশাঙ্কা মাত্র ১৬ বলে করেন ৪২ রান, মারেন ৫টি চার ও ৩টি ছক্কা। তাকে থামান মেহেদি হাসান মিরাজ। তবে ততক্ষণে ম্যাচের রাশ পুরোপুরি নিজেদের করে নিয়েছে শ্রীলঙ্কা।

অন্যপ্রান্তে থাকা কুশল মেন্ডিস খেলেন ইনিংসের সেরা নক—৫১ বলে ৭৩ রান। তার ব্যাটেই ১৯তম ওভারেই ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় লঙ্কানরা।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ শুরুটা ভালোই করেছিল। পারভেজ হোসেন ইমন ২২ বলে ৩৮ রানের ঝড়ো ইনিংস খেলেন। তানজিদ ১৭ বলে করেন ১৬ রান। কিন্তু মিডল অর্ডারে লিটন (৬), হৃদয় (১০), মিরাজ (২৩ বলে ২৯) – কেউই ইনিংস বড় করতে পারেননি।

শেষদিকে নাঈম শেখ ৩২ রানে অপরাজিত থাকলেও ২০ ওভারে দলীয় সংগ্রহ দাঁড়ায় মাত্র ১৫৪ রান, যা পাল্লেকেলের ব্যাটিং সহায়ক উইকেটে খুব একটা প্রতিদ্বন্দ্বিতামূলক স্কোর নয়।

বল হাতে পেসারদের মধ্যে সবচেয়ে খরুচে ছিলেন তাসকিন আহমেদ (৩ ওভারে ৪৩ রান)। সাইফউদ্দিন ও রিশাদ কিছুটা নিয়ন্ত্রিত বোলিং করলেও শুরুতেই ধাক্কা খাওয়ায় ম্যাচে আর ফেরা হয়নি বাংলাদেশের।

ম্যাচের ফলাফল

  • বাংলাদেশ: ১৫৪/৫ (২০ ওভার)

  • পারভেজ ৩৮, নাঈম ৩২*, মিরাজ ২৯

  • থিকশানা ২/৩৭, শানাকা ১/২২

  • শ্রীলঙ্কা: ১৫৯/৩ (১৯ ওভার)

  • নিশাঙ্কা ১৬ বলে ৪২, মেন্ডিস ৫১ বলে ৭৩

  • মিরাজ ১/২৪, রিশাদ ১/২৪

  • ফল: শ্রীলঙ্কা ৭ উইকেটে জয়ী (৬ বল হাতে)

  • সিরিজ: শ্রীলঙ্কা ১-০ ব্যবধানে এগিয়ে

https://desherkantha.com/news/sports/1f05dbe2-3bcf-61c0-8ff9-075fd185e6d2


logo
সম্পাদক ও প্রকাশক: মোঃ আলমগীর হোসেন
উপদেষ্টা সম্পাদক: নাসির আহমেদ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

দেশের কণ্ঠ © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত দেশের কণ্ঠ