logo

ফিরেই ঝলক, সাকিবের ব্যাটে দুর্দান্ত ফিফটি

ফিরেই ঝলক, সাকিবের ব্যাটে দুর্দান্ত ফিফটি

দীর্ঘ বিরতির পর আবারও ব্যাট হাতে মাঠে নামলেন সাকিব আল হাসান। আর প্রত্যাবর্তনের ম্যাচেই জানিয়ে দিলেন—পুরনো সাকিব এখনও বিদ্যমান। গ্লোবাল সুপার লিগের (জিএসএল) দ্বিতীয় আসরের উদ্বোধনী ম্যাচে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলতে নেমে ঝলমলে এক ইনিংস খেলেছেন বাংলাদেশের এই অভিজ্ঞ অলরাউন্ডার। ৩৭ বলে ৫৮ রানের হার না মানা ইনিংসে তুলে নিয়েছেন দারুণ এক ফিফটি।

প্রথমে ব্যাট করতে নেমে দারুণ সূচনা এনে দেন আফগান ওপেনার সেদিকউল্লাহ অটল। মাত্র ২৫ বলে ৪১ রান করে সাজঘরে ফেরেন তিনি। কিন্তু এরপর মিডল অর্ডারে ধস নামে। একপর্যায়ে ১০৮ রানে ৬ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে দুবাই ক্যাপিটালস।

ঠিক তখনই দৃশ্যপটে দৃঢ়তার প্রতীক হয়ে হাজির হন সাকিব। প্রথম বলেই চার হাঁকিয়ে শুরু করেন ইনিংস। তারপর দেখেশুনে খেলেছেন, মেলে ধরেছেন অভিজ্ঞতা, ঠাণ্ডা মাথায় ব্যাটিং করে দলের ইনিংস গুছিয়ে নিয়েছেন।

শুধু পরিস্থিতি সামলানো নয়, সাকিব নিজের ছন্দের জানান দিয়েছেন ব্যাটে বলেই। মাত্র ৩৪ বলে ফিফটি, শেষ পর্যন্ত অপরাজিত ৫৮ রান (৩৭ বল)। এই ইনিংসে ছিল ৬টি চার ও ১টি ছক্কার মার। ইনিংস শেষে স্কোরবোর্ডে দুবাইয়ের সংগ্রহ দাঁড়ায় ১৬৫/৭।

আন্তর্জাতিক ক্রিকেটে নিষ্ক্রিয় থাকলেও তার পারফরম্যান্স আবারও প্রমাণ করল—বাংলাদেশের এই অলরাউন্ডার এখনও বড় মঞ্চের বড় তারকা।

সংক্ষিপ্ত স্কোর:

  • দুবাই ক্যাপিটালস: ১৬৫/৭ (২০ ওভার)

  • সেদিকউল্লাহ ৪১ (২৫ বল), সাকিব আল হাসান ৫৮* (৩৭ বল), বোটান ২০

  • আঙ্গুস ৩/২৭

আর্কাইভ ক্যালেন্ডার

২০২৫
জুলাই
রবি
সোম
মঙ্গল
বুধ
বৃহস্পতি
শুক্র
শনি
১০
১১
১২
১৩
১৪
১৫
১৬
১৭
১৮
১৯
২০
২১
২২
২৩
২৪
২৫
২৬
২৭
২৮
২৯
৩০
৩১
logo
সম্পাদক ও প্রকাশক: মোঃ আলমগীর হোসেন
উপদেষ্টা সম্পাদক: নাসির আহমেদ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

দেশের কণ্ঠ © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত দেশের কণ্ঠ