বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: desherkanthaonline@gmail.com,
dainikdesherkanthaadd@gmail.com
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: desherkanthaonline@gmail.com,
dainikdesherkanthaadd@gmail.com

আইরিশদের বিপক্ষে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে আইসিসির নভেম্বর মাসের সেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন তাইজুল ইসলাম। তার সঙ্গে মাসসেরার লড়াইয়ে আছেন দক্ষিণ আফ্রিকার অফ স্পিনার সাইমন হারমার এবং পাকিস্তানের বাঁহাতি অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ।
আইরিশদের ধবলধোলাই করার সিরিজে ২৬.৩০ গড়ে তাইজুল শিকার করেছেন ১৩ উইকেট। জুটি গড়তে চাওয়া প্রতিপক্ষের প্রতিটি জুটিতেই আঘাত হানেন তিনি। জিতেছিলেন সিরিজসেরার পুরস্কারও। এই পারফরম্যান্সে তিনি পেয়েছেন আইসিসির নভেম্বর মাসসেরার মনোনয়ন। সাকিব আল হাসানকে (২৪৬) টপকে বাংলাদেশের টেস্ট ইতিহাসের সর্বোচ্চ উইকেটশিকারি (২৫০) এখন তিনিই। আইসিসি তাদের বিবৃতিতে তাইজুলকে অভিহিত করেছে ‘ঘরের মাঠে নির্ভরযোগ্য ম্যাচউইনার’ হিসেবে।
মাসসেরার মুকুট জিততে হলে তাইজুলকে পাড়ি দিতে হবে কঠিন পথ। তার অন্যতম প্রতিদ্বন্দ্বী দক্ষিণ আফ্রিকার সাইমন হারমার গত মাসে ভারতের মাটিতে বল হাতে ভেলকি দেখিয়েছেন। মাত্র ৮.৯৪ গড়ে দুই টেস্টে ১৭ উইকেট নিয়ে ভারতকে হোয়াইটওয়াশ করতে বড় ভূমিকা রাখেন তিনি।
অন্যদিকে, পাকিস্তানের মোহাম্মদ নওয়াজ ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজে ছিলেন দারুণ ছন্দে। শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে হারিয়ে শিরোপা জেতার পথে টুর্নামেন্টের সর্বোচ্চ ১০ উইকেট নেন এই অলরাউন্ডার।
এর আগে বাংলাদেশ থেকে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ আইসিসির মাসসেরার পুরস্কার জিতেছেন। মিরাজ সবশেষ গত মে মাসে এই তালিকায় যুক্ত হন। এবার হারমার ও নওয়াজকে পেছনে ফেলতে পারলে চতুর্থ বাংলাদেশি হিসেবে এই গৌরব অর্জন করবেন তাইজুল ইসলাম।
