বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

এশিয়া কাপ শেষ হয়েছে এক মাসেরও বেশি সময় আগে। এত দিন পর পাকিস্তানি পেসার হারিস রউফের বিরুদ্ধে শাস্তি ঘোষণা করেছে আইসিসি। খেলার ভাবমূর্তি ক্ষুণ্ন করার দায়ে পাকিস্তানের এই পেসারকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। শাস্তির খড়্গ নেমে এসেছে ভারতীয় খেলোয়াড়দের ওপরও। রাজনৈতিক মন্তব্য করায় অধিনায়ক সূর্যকুমার যাদব ও অখেলোয়াড়সুলভ আচরণের জন্য জসপ্রিত বুমরাহও ডিমেরিট পয়েন্ট পেয়েছেন।
আইসিসির বিবৃতি অনুযায়ী, হারিস রউফ এশিয়া কাপে দুটি ভিন্ন ম্যাচে (২১ সেপ্টেম্বর সুপার ফোর ও ২৮ সেপ্টেম্বর ফাইনাল) আচরণবিধি লঙ্ঘন করেছেন। অভিযোগ অস্বীকার করায় শুনানির পর তাকে দোষী সাব্যস্ত করা হয়। ২৪ মাসের মধ্যে মোট চারটি ডিমেরিট পয়েন্ট জমা হওয়ায় স্বয়ংক্রিয়ভাবে দুই ম্যাচের এই নিষেধাজ্ঞা কার্যকর হলো।
অভিযোগ রয়েছে, রউফ ২১ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে ম্যাচে দর্শকদের দিকে ‘৬-০’ ইশারা এবং বিমান ভূপাতিত করার মতো ভঙ্গি দেখান, যা ভারতীয় সামরিক বাহিনীকে কটাক্ষ করে করা বলে দাবি ওঠে।
শাস্তি পেয়েছেন ভারতীয় খেলোয়াড়েরাও। ১৪ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে এসে অধিনায়ক সূর্যকুমার যাদব দলের জয়টি ‘ভারতের সামরিক বাহিনীকে’ উৎসর্গ করেন। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এটিকে রাজনৈতিক ইঙ্গিত হিসেবে অভিযোগ জানায়। তদন্ত শেষে সূর্যকুমারকে দুটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। এছাড়া ফাইনালে একই ধরনের (বিমান ভূপাতিত) অঙ্গভঙ্গি করায় জাসপ্রিত বুমরাহ পেয়েছেন এক ডিমেরিট পয়েন্ট।
পাকিস্তানি ওপেনার সাহিবজাদা ফারহানকেও ব্যাট দিয়ে গুলি ছোড়ার ভঙ্গি করার জন্য একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। তবে অশালীন ইঙ্গিতের অভিযোগ থেকে নির্দোষ প্রমাণিত হয়েছেন ভারতীয় পেসার আর্শদীপ সিং।
এবারের এশিয়া কাপে ভারত-পাকিস্তান তিনটি ম্যাচই ছিল প্রচণ্ড উত্তেজনাপূর্ণ। টুর্নামেন্টে তিনটি ম্যাচেই পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানান ভারতের ক্রিকেটাররা। এমনকি ফাইনালে ভারত পিসিবি চেয়ারম্যান ও এসিসি সভাপতি মহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় এবং সেই ট্রফি এখনো বুঝে পায়নি।
