বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
এশিয়ান কাপ বাছাইপর্বে টিকে থাকতে হংকং চায়নার বিপক্ষে আর কিছুক্ষণ পর মাঠে নামবে বাংলাদেশ দল। রাত ৮টায় শুরু হবে দুই দলের ম্যাচটি। ইতোমধ্যেই মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচটি দেখতে মাঠে প্রবেশ করতে শুরু করেছে সমর্থকরা। খেলা দেখতে আসা দর্শকদের জন্য বেশ কিছু নির্দেশনা দিয়েছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা বাফুফে।
বৃহস্পতিবার (০৯ অক্টোবর) নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে বাংলাদেশ-হংকং চায়না ম্যাচ ঘিরে অনেক নির্দেশনা দেয় বাফুফে। নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে-
১) কোনো ধরনের অস্ত্র বহন করা যাবে না। ২) মাদকদ্রব্যসহ যে কোনো ধরনের বেআইনি সামগ্রী নিষিদ্ধ। ৩) জাতিগত, রাজনৈতিক, ধর্মীয় বা উসকানিমূলক কোনো সামগ্রী আনা যাবে না। ৪) আতশবাজিসহ আগুন লাগার ঝুঁকি বাড়ায় এমন সব কিছুই নিষিদ্ধ। ৫) সহায়তাকারী প্রাণী ছাড়া অন্যকোনো প্রাণী আনা যাবে না। ৬) আসনের নিচে রাখা যায় না এমন বড় বা ভারি বস্তু নিষিদ্ধ। ৭) লেজার পয়েন্টার, অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী এবং খেলোয়াড় বা ম্যাচ কর্মকর্তাদের মনোযোগ নষ্ট করে এমন জিনিস আনা যাবে না। ৮) প্রচারমূলক বা বাণিজ্যিক উদ্দেশ্যে তৈরি জিনিসপত্র নিষিদ্ধ। ৯) ব্যক্তিগত ব্যবহার ছাড়া অন্যকোনো ধরনের রেকর্ডিং ডিভাইস বা ক্যামেরা আনা যাবে না। ১০) জননিরাপত্তা বিঘ্নিত করে বা ইভেন্টের সুনাম নষ্ট করে এমন যেকোনো বস্তু নিষিদ্ধ। ১১) অন্য দর্শকদের খেলা দেখতে বাধা দেয় এমন কোনো জিনিস আনা যাবে না।
কেউ এসব নির্দেশনা অমান্য করলে দেশের আইন অনুযায়ী শাস্তি দেওয়া হবে এবং স্টেডিয়াম থেকে বের করে দেওয়া হতে পারে। এমনকি ভবিষ্যতে স্টেডিয়ামে ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হতে পারে।
