বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

রাতে মাঠে নামছে বাংলাদেশ দল। ছবি : সংগৃহীত
বাঁচা-মরার ম্যাচে রাতে মাঠে নামছে বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাইপর্বে টিকে থাকতে হলে এ ম্যাচে জয়ের বিকল্প নেই লাল-সবুজের প্রতিনিধিদের সামনে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ৮টায় হংকং চায়নার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচের তিন পয়েন্টই হতে পারে আশা ও হতাশার সীমারেখা।
ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে ২-১ গোলে হারের ক্ষত এখনো তাজা। তবে তার আগে ভারতের মাটিতে তাদের বিপক্ষে গোলশূন্য ড্র জুগিয়েছিল আত্মবিশ্বাসের আলো। বিদেশে খেলা মানসম্পন্ন ফুটবলার হামজা চৌধুরী, শমিত সোম ও ফাহামেদুল ইসলামের যোগে দলটা হয়েছিল আরও ভারসাম্যপূর্ণ; কিন্তু কাঙ্ক্ষিত ফল আসেনি।
হংকং চায়নার সঙ্গে বাংলাদেশের অতীত পারফরম্যান্স স্বস্তির নয়। দুদলের চার দেখায় একবারও হাসতে পারেনি লাল-সবুজের দলটি। দুটিতে পরাজয়ের সঙ্গে সমানসংখ্যক ম্যাচে ড্র করেছে। হংকং চায়নার বিপক্ষে বাংলাদেশ সর্বশেষ খেলেছিল ১৯ বছর আগে। ২০০৬ সালের নভেম্বরে অনুষ্ঠিত এএফসি কাপের সেই ম্যাচটি অবশ্য গোলশূন্য ড্র হয়েছিল। বর্তমান র্যাংকিংয়ের বিবেচনায়ও বাংলাদেশের চেয়ে স্পষ্টভাবে এগিয়ে সফরকারীরা। তাদের ফিফা র্যাংকিং ১৪৬, যেখানে বাংলাদেশের ১৮৪।
আজ জিতলে বাংলাদেশের প্রথম পূর্ণ পয়েন্ট পাওয়া হবে এই হংকং চায়নার বিপক্ষে। যে তিন পয়েন্ট বাংলাদেশকে টিকিয়ে রাখবে এশিয়ান কাপ বাছাই থেকে চূড়ান্ত পর্বে ওঠার কিঞ্চিত সম্ভাবনায়। হংকং চায়না দুই ম্যাচে ৪ পয়েন্ট পেয়েছে। বাংলাদেশের অর্জন দুই ম্যাচে ১ পয়েন্ট। ঢাকা থেকে ৩ পয়েন্ট নিয়ে যেতে পারলে সফরকারীরা হবে সৌদি আরবের টিকিট পাওয়ার অন্যতম দাবিদার।
বাংলাদেশ-হংকং চায়না ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস। এ ছাড়া অনলাইনেও ম্যাচটি উপভোগ করা যাবে। সাবস্ক্রিপশন কেনার মাধ্যমে অনলাইনে মোবাইলে ম্যাচটি দেখা যাবে বঙ্গবিডিতে।
