বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন। ছবি : সংগৃহীত
দীর্ঘ চার বছর পর ফেডারেশন কাপ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন। সর্বশেষ ২০২১ সালে ফেডারেশন কাপ আয়োজিত হয়েছিল। আগামী ৩১ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত চার দিনব্যাপী এ প্রতিযোগিতায় ৪টি ইভেন্টে খেলা হবে।
ইভেন্টগুলো হলো: পুরুষ দলগত, মহিলা দলগত, পুরুষ একক এবং মহিলা একক। এই প্রতিযোগিতায় কোনো বয়সভিত্তিক ইভেন্ট নেই। ফেডারেশন কাপের পুরস্কার হিসেবে খেলোয়াড়দের জন্য প্রাইজমানির পাশাপাশি র্যাংকিং পয়েন্ট থাকবে।
অংশগ্রহণকারী দলগুলোকে দলগত ইভেন্টের জন্য দলপ্রতি ৩,০০০ টাকা এবং একক ইভেন্টের জন্য জনপ্রতি ৫০০ টাকা রেজিস্ট্রেশন ফি ফেডারেশনের মার্চেন্ট বিকাশ নম্বরে (০১৯১৯০১২৮৮৩) পাঠিয়ে এন্ট্রি নিশ্চিত করতে বলা হয়েছে। প্রতিটি দলগত এবং একক ইভেন্টের জন্য আলাদা আলাদা রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের সর্বশেষ তারিখ ২০ অক্টোবর।
নভেম্বরের তৃতীয় সপ্তাহে অনুষ্ঠিতব্য ঢাকা মহানগর টেবিল টেনিস লিগের পূর্ব প্রস্তুতি হিসেবে ফেডারেশন কাপের আয়োজন করা হচ্ছে। বিভিন্ন জেলার ক্লাবগুলো এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। ফেডারেশনের অ্যাডহক কমিটি দায়িত্ব গ্রহণের পর এ পর্যন্ত একমি কাপ প্রাইজমানি টুর্নামেন্ট, প্রেসিডেন্ট কাপ র্যাংকিং টুর্নামেন্ট, লেভেল টু কোচেস ট্রেনিং এবং বেসিক অ্যাম্পায়ার ট্রেনিং-এর আয়োজন করেছে।
