বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনকে কেন্দ্র করে চলমান সংকট এবার চূড়ান্ত রূপ নিয়েছে। তিন দফা দাবি আদায়ে বিসিবিকে আল্টিমেটাম দিয়েছে ঢাকার ক্লাবগুলো। আগামীকালের মধ্যে দাবি মানা না হলে দেশের সব ধরনের ক্রিকেট কার্যক্রম বর্জনের মতো কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছে তারা।
শনিবার মোহামেডান স্পোর্টিং ক্লাবে ‘বিসিবি নির্বাচনে নোংরামির বিরুদ্ধে ক্লাব, সংগঠক ও কাউন্সিলরদের প্রতিবাদ’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এই হুমকি দেওয়া হয়। তাদের দাবি, বর্তমান বিসিবি পরিচালনা পর্ষদের মেয়াদ বাড়িয়ে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা হোক। অথবা অ্যাডহক কমিটির মাধ্যমে নতুন নির্বাচন দেওয়া হোক। প্রয়োজনে বর্তমান তফসিল বাতিল করে নতুন করে তফসিল ঘোষণা করা হোক। মোহামেডান ক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে জানানো হয়, ৪৮টি ক্লাব এই দাবির পক্ষে আছে।
‘’
সংবাদ সম্মেলনে মাসুদউজ্জামান বলেন, ক্রীড়া উপদেষ্টার কাছে আলোচনার পথ খোলা হলেও কোনো ইতিবাচক সাড়া না পেয়েই তারা এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। তার ভাষায়, ‘আলোচনার দরজা খুলে দিচ্ছি। যারা রিট করেছেন, তারা যদি বাংলাদেশ ক্রিকেটের ভালো চান, তবে আলোচনা করে ব্যবস্থা নিন।’
এই সংকটের সূত্রপাত মূলত তৃতীয় বিভাগ থেকে উঠে আসা ১৫টি ক্লাবের কাউন্সিলরশিপ হাইকোর্ট কর্তৃক স্থগিত হওয়ার পর থেকে। এই ঘটনার পরই সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ ১৬ জন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ান।
আজকের এই সংবাদ সম্মেলনে এমন অনেকেই উপস্থিত ছিলেন যারা তামিমের সঙ্গে প্রার্থিতা প্রত্যাহার করেছিলেন। এছাড়া আজই নির্বাচন থেকে সরে দাঁড়ানো লিজেন্ডস অব রূপগঞ্জের প্রার্থী লুতফর রহমানও এই আয়োজনে উপস্থিত থেকে ক্লাবগুলোর দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।