বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে বিলম্ব হলে তা জাতির সঙ্গে গাদ্দারি বলে গণ্য হবে।
শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জাতীয় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের পর তিনি সাংবাদিকদের প্রশ্নে এ কথা বলেছেন।
বৃহস্পতিবার জামায়াত জানায়, প্রধান উপদেষ্টার আমন্ত্রণে সনদ স্বাক্ষর অনুষ্ঠানে এলেও সই করবে কিনা এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি। দিনভর জামায়াতের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক চালায় সরকার এবং ঐকমত্য কমিশন। দলটিকে আশ্বস্ত করা হয়, বাস্তবায়ন শিগগির নির্ধারণ করা হবে।
জামায়াতকে বলা হয়, জুলাই সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি করা হবে। এর মাধ্যমে আইনি ভিত্তি দেওয়া হবে। গণভোট হবে পুরো সনদের ওপর। জামায়াতের দাবি নির্বাচনের আগে নভেম্বরে গণভোট হতে হবে। বিএনপির অবস্থান নির্বাচন এবং গণভোট একদিনে হতে হবে। এ বিষয়ে এখনও সরকারের আশ্বাস পায়নি জামায়াত।
জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার আগেই জামায়াত সাক্ষর করল কেনো, এমন প্রশ্নে ডা. তাহের বলেন- সংলাপে যেসব সংস্কার নিয়ে আলোচনা হয়েছে, সেগুলোর সঙ্গে সব দলের মতো জামায়াতও একমত। তাই আমরা স্বাক্ষর করেছি।
জামায়াত নায়েবে আমির বলেছেন, ঐকমত্য কমিশনের বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছে সেটা যেন এই সরকার বাস্তবায়ন করে।
প্রধান উপদেষ্টার প্রতি আস্থা রেখেই জুলাই সনদে সই করেছি বলে মন্তব্য করে ডা. তাহের বলেন, আমরা আশা করি উনিও উনার কথা ঠিক রাখবেন। বাংলাদেশে নতুন কোনো সংকট তৈরির ক্ষেত্রে উনারা যেন কোনো ধরনের কর্তৃত্ব তৈরি না করেন।