logo

‘বিএনপির জয় নিশ্চিত জেনে কিছু দল পিআর পদ্ধতি চাইছে’

‘বিএনপির জয় নিশ্চিত জেনে কিছু দল পিআর পদ্ধতি চাইছে’

আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে বিএনপি জনগণের ভোটে বিজয়ী হয়ে সরকার গঠন করবে—এই আশঙ্কায় কিছু নতুন দল ও ইসলামী দল পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির নির্বাচন দাবি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে রাজধানীর মিরপুর-১১ নম্বর প্যারিস রোড বালুর মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে এক বৃক্ষরোপণ কর্মসূচিতে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে দুটি নিমগাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন তিনি।


তিনি বলেন, নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে শুনেই একটি নতুন দলের মন খারাপ হয়ে গেছে। তারা বলছে—সংস্কার ও বিচার ছাড়া নির্বাচনের অর্থ কী? আরেকটি ইসলামী দলও বলছে, এই পরিস্থিতিতে নির্বাচন অনুচিত। আমরাও সংস্কার ও ন্যায়ের পক্ষে, কিন্তু তাদের ভয় একটাই—বিএনপি এই দেশের সবচেয়ে জনপ্রিয় দল, তাই নির্বাচন হলে জনগণ বিএনপিকেই ভোট দেবে। এ কারণেই তারা পিআর পদ্ধতির নির্বাচন চায়।

সরকারপন্থি কিছু উপদেষ্টা ও প্রশাসনের স্বৈরাচারপন্থি অংশ আগামী নির্বাচনে বাধা সৃষ্টি করতে চায় বলে অভিযোগ করে আমিনুল হক বলেন, আমরা সুস্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, সব ষড়যন্ত্র মোকাবিলা করে আগামী ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমেই দেশে একটি প্রকৃত জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। সেই সরকারের নেতৃত্ব দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

পতিত স্বৈরাচার সরকারের কঠোর সমালোচনা করে তিনি বলেন, গত ১৭ বছরে আওয়ামী স্বৈরাচারী সরকার সারা দেশে অন্যায়-অবিচার চালিয়েছে। বিএনপির নেতাকর্মীদের ওপর বর্বর নির্যাতন চালানো হয়েছে। আমরা সবার আগে তাদের বিচার চাই।

তিনি আরও বলেন, গত ১৬ বছরে স্বৈরাচার সরকার বন উজাড় করেছে, খালবিল ভরাট করে দখল করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচির অংশ ছিল খাল খনন—আমরা সেই কর্মসূচি আবার বাস্তবায়ন করব।

বৃক্ষরোপণ কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, আমরা আজ নিমগাছ রোপণ করছি। এ গাছ ঢাকা মহানগর উত্তরের সর্বত্র রোপণ করব। নেতাকর্মীদের বলব, আওয়ামী লীগের মতো আচরণ করবেন না, জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকুন, তাদের পাশে থাকুন।

অনুষ্ঠান শেষে তিনি কর্মসূচি সফল করায় সবাইকে ধন্যবাদ জানান এবং পরিবেশ রক্ষায় নিয়মিত বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এ বি এম এ রাজ্জাক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত), আতাউর রহমান, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মুহাম্মদ আফাজ উদ্দিন, হাজী মো. ইউসুফ, মো. শাহ আলম, মাহাবুব আলম মন্টু প্রমুখ।

আর্কাইভ ক্যালেন্ডার

২০২৫
জুলাই
রবি
সোম
মঙ্গল
বুধ
বৃহস্পতি
শুক্র
শনি
১০
১১
১২
১৩
১৪
১৫
১৬
১৭
১৮
১৯
২০
২১
২২
২৩
২৪
২৫
২৬
২৭
২৮
২৯
৩০
৩১
logo
সম্পাদক ও প্রকাশক: মোঃ আলমগীর হোসেন
উপদেষ্টা সম্পাদক: নাসির আহমেদ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

দেশের কণ্ঠ © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত দেশের কণ্ঠ