সন্ত্রাসবিষয়ক তদন্তে মালয়েশিয়াকে সহযোগিতা করবে বাংলাদেশ

সন্ত্রাসবিষয়ক তদন্তে মালয়েশিয়াকে সহায়তা করা হবে বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার (০৫ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, সম্প্রতি সন্ত্রাসবিরোধী নিরাপত্তা অভিযানে ৩৬ বাংলাদেশিকে গ্রেপ্তার করার কথা জানায় মালয়েশিয়ান কর্তৃপক্ষ। এ ঘটনার পরপরই কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে।
এতে বলা হয়, গ্রেপ্তারদের পরিচয় এবং অভিযোগসংক্রান্ত বিস্তারিত তথ্য চেয়ে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে মালয়েশিয়ান আদালতে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করা হয়েছে। বাকি ব্যক্তিদের বিষয়ে তদন্ত চলছে বা তাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।
বিবৃতিতে বাংলাদেশ সরকার জানায়, এ ঘটনাপ্রবাহ ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন সংশ্লিষ্ট মালয়েশিয়ান কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখছে। বাংলাদেশ হাইকমিশন প্রয়োজনে প্রবাসী বাংলাদেশিদের প্রয়োজনীয় সহায়তা দেবে।
বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে জানিয়েছে, বাংলাদেশ সব ধরনের সন্ত্রাসবাদ, সহিংস উগ্রবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে এবং এই বিষয়ে মালয়েশিয়ান কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতা দিতে প্রস্তুত।
আর্কাইভ ক্যালেন্ডার
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]