logo
logo

নগরভবন ব্লকেড কর্মসূচি ইশরাক সমর্থকদের

দেশের কণ্ঠ ডেস্ক

ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেনের সমর্থকরা। ঢাকাবাসীর ব্যানারে নগরভবনে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা করছেন তারা।

রোববার (১৮ মে) দুপুরে নগরভবনে টানা চতুর্থ দিনের অবস্থান কর্মসূচি থেকে ব্লকেড কর্মসূচি ঘোষণা করেন সাবেক সচিব মশিউর রহমান।

নতুন কর্মসূচি অনুযায়ী আগামীকাল সোমবার (১৯ মে) বেলা ১১টা থেকে নগরভবন ব্লকেড ও এর আশপাশের এলাকায় ব্লকেড করা হবে।

এর আগে সকাল ৯টা থেকে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগরভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন ঢাকাবাসী। পরে দুপুর ১২টার দিকে নগরভবনের সামনে থেকে আজও সচিবালয় অভিমুখে বিক্ষোভ মিছিল করেন বিক্ষুব্ধ নগরবাসী। নগরভনের সামনে থেকে গুলিস্তান হয়ে, সচিবালয়, জাতীয় প্রেসক্লাব, শিক্ষা ভবন প্রদক্ষিণ শেষে আবারও নগর ভবনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

প্রসঙ্গত গত বুধবার ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পাঠ না করানোয় বিক্ষোভ সমাবেশ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দারা। বিগত নয় মাস নানারকম সংকট এবং অব্যবস্থাপনায় দক্ষিণ সিটি করপোরেশন। নাগরিক অসুবিধার জেরে এবার ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে তারা।

https://desherkantha.com/news/national/1f033ce9-0737-6290-9faa-d35e5e8b6d44


logo
সম্পাদক ও প্রকাশক: মোঃ আলমগীর হোসেন
উপদেষ্টা সম্পাদক: নাসির আহমেদ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

দেশের কণ্ঠ © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত দেশের কণ্ঠ