logo
logo

বিমসটেক সম্মেলন

পররাষ্ট্রমন্ত্রী পযার্য়ের বৈঠক, সমঝোতা স্মারক স্বাক্ষর

দেশের কণ্ঠ ডেস্ক

ব্যাংককের সাংরিলা হোটলে সাত দেশের পররাষ্ট্রমন্ত্রী পযার্য়ের বৈঠক। ছবি : সংগৃহীত

বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের (বিমসটেক) ষষ্ঠ শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিন পররাষ্ট্রমন্ত্রী পযার্য়ের বৈঠক হয়েছে। বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের সাংরিলা হোটলে পররাষ্ট্রমন্ত্রী পযার্য়ের বৈঠক শুরু হয়।

বৈঠকে বিমসটেক সদস্যরাষ্ট্রগুলোর মধ্যে সামুদ্রিক পরিবহন সহযোগিতা বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এটি বাণিজ্যিক শিপিং ও সামুদ্রিক পরিবহনকে আরও শক্তিশালী করে আঞ্চলিক অর্থনীতি ও বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধিতে ভূমিকা রাখবে। বাংলাদেশের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চলছে দক্ষিণ এশিয়ার সাত দেশের জোট বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলন। এর অংশ হিসেবে গত বুধবার অনুষ্ঠিত হয় বিমসটেক সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্র সচিব পর্যায়ের ২৫তম সভা।

সভায় বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, নিরাপত্তা, কৃষি, প্রযুক্তি ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নিয়ে আলোচনা হয়।

উল্লেখ্য, বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ সকাল ৯টায় বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। সেখানে গুরুত্বপূর্ণ বিভিন্ন অধিবেশনে তিনি অংশ নেবেন। এ ছাড়া ব্যাংককের স্থানীয় সময় বিকেল ৩টায় বিমসটেক ইয়ুথ জেনারেশন ফোরামের কনফারেন্সে যোগ দিয়ে বক্তব্য দিবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

https://desherkantha.com/news/national/1f010574-ff7b-6b80-a8ef-c5aecf5dab7d


logo
সম্পাদক ও প্রকাশক: মোঃ আলমগীর হোসেন
উপদেষ্টা সম্পাদক: নাসির আহমেদ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

দেশের কণ্ঠ © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত দেশের কণ্ঠ