logo
logo

সরকারের দায়িত্ব গ্রহণের পর জঙ্গিবাদের উত্থান হয়নি : স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশের কণ্ঠ ডেস্ক

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : সংগৃহীত

সরকারের দায়িত্ব গ্রহণের পর দেশে কোনো জঙ্গিবাদ সংক্রান্ত সমস্যা উত্থিত হয়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (২ এপ্রিল) রাজধানীর খিলক্ষেত, বাড্ডা, ভাটারাসহ বিভিন্ন থানায় ঈদের শুভেচ্ছা বিনিময় ও কার্যক্রম পরিদর্শনে শেষে এ কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, আজকের থানা পরিদর্শনের উদ্দেশ্য ছিল নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় ও তাদের খোঁজ-খবর নেওয়া।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, কোন পত্রিকা কি বলে তা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। তবে দেশে জঙ্গিবাদ নিয়ে তিনি কোনো উদ্বেগ দেখেন না।

দেশে চলমান পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ৫ আগস্টের পর প্রথমে সরকার ছিল না, তবে পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে। এখন সবাই একত্রে চেষ্টা করছে। আমাদের নিরাপত্তা বাহিনী নিরলসভাবে কাজ করছে এবং ভবিষ্যতেও এই উন্নতি অব্যাহত থাকবে।

বৈষম্যবিরোধী আন্দোলনে দায়ের করা হত্যা মামলায় অনেক নিরীহ মানুষকেও মামলা দেওয়া হচ্ছে যাদের নাম এজাহারে নেই সাংবাদিকের এমন প্রশ্নে উত্তরে উপদেষ্টা বলেন, বিষয়টি সত্য। এমনও অনেকে আছেন যাদের এজাহারে নাম আছে কিন্তু জড়িত নয়। এমন অনেকেই ছিলো যারা তখন দেশের বাইরে ছিলেন।

এ সময় তিনি আরও বলেন, আমরা প্রপার তদন্ত করছি এবং নির্দোষ কোনো ব্যক্তিকে সাজা দেওয়া হবে না।শুধু থানার তদন্ত নয় এটার জন্য আলাদা কমিটিও করা হয়েছে। যেন কোনোভাবেই নিরীহ লোকজন সাজা না পায়। সেই সঙ্গে কোনো দুস্কৃতিকারীকেও ছাড় দেওয়া হবে না।

https://desherkantha.com/news/national/1f00f94d-1cdd-6770-bdb4-0a6c96622a7b


logo
সম্পাদক ও প্রকাশক: মোঃ আলমগীর হোসেন
উপদেষ্টা সম্পাদক: নাসির আহমেদ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: desherkanthaonline@gmail.com,
dainikdesherkanthaadd@gmail.com

দেশের কণ্ঠ © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত দেশের কণ্ঠ