logo
logo

দেশব্যাপী ৭১টি গণগ্রন্থাগারে শিল্প ও সাহিত্যের পত্রিকা কথার কাগজ

বনোমিতা ঘোষ

কথার কাগজের লোগো

বাংলা সাহিত্যচর্চাকে প্রান্তিক পাঠকের দোরগোড়ায় পৌঁছে দিতে কথার কাগজ এর চৈত্র (ঈদ), ১৪৩১ বঙ্গাব্দ সংখ্যাটি দেশের ৭১টি গণগ্রন্থাগারে বিতরণ করা হয়েছে। এই প্রয়াস আমাদের সাহিত্যিক ও সামাজিক দায়বদ্ধতারই একটি বাস্তবায়ন।

এই উদ্যোগ বাস্তবায়নে যারা আমাদের পাশে ছিলেন, তাদের প্রতি প্রধান সম্পাদকের কার্যালয় থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। বাংলাদেশের সকল জেলা সরকারি গণগ্রন্থাগারসমূহ- যাদের আন্তরিক অংশগ্রহণে এই বিতরণ সফলভাবে সম্পন্ন হয়েছে।

কথার কাগজের প্রকাশনা ও বিতরণ কার্যক্রমে সহায়তায় স্টুডেন্ট ওয়েজ বিশেষ ভূমিকা রেখেছে। স্টুডেন্ট ওয়েজ এর প্রকাশক মাশফিক তন্ময়কে জানাই অসংখ্য ধন্যবাদ।

বাংলাদেশে অবস্থিত পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানসমূহ যারা শিল্প ও সাহিত্যের বিকাশ এবং প্রসারে আমাদের সাথে ছিলেন সর্বদাই। বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, যমুনা ব্যাংক পিএলসি, ব্র্যাক ব্যাংক পিএলসি, ইস্টার্ন ব্যাংক পিএলসি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, ক্ল্যাসিক্যাল হেন্ডমেইড প্রোডাক্টস বিডি লিমিটেড এবং অজলা বুটিকসকে জানাই আমাদের আন্তরিক কৃতজ্ঞতা এবং ভালোবাসা।

এছাড়াও প্রবাসে অবস্থানরত কথার কাগজের পৃষ্ঠপোষকগণ, যাঁদের নিরবচ্ছিন্ন সহায়তা আমাদের প্রেরণা যুগিয়েছে, তাদের আন্তরিক এবং সৌহার্দপূর্ণ অবস্থানের প্রতি আমাদের নিরন্তর শুভকামনা।

সংবেদনশীল, সমেত এবং সুগম সাহিত্য প্রতিষ্ঠায় সকলের এমনই সম্মিলিত সহযোগিতা এবং অংশগ্রহণ পাঠাভ্যাস বৃদ্ধির মাধ্যমে সাহিত্যের নবদুয়ার উন্মোচন করবে- এমনটিই আমাদের বিশ্বাস।

বনোমিতা ঘোষ
জনসংযোগ ও প্রচার সম্পাদক
কথার কাগজ
প্রধান সম্পাদক এর কার্যালয়

https://desherkantha.com/news/literature/1f03c71b-1986-6150-98bf-0d89b4ab62ec


logo
সম্পাদক ও প্রকাশক: মোঃ আলমগীর হোসেন
উপদেষ্টা সম্পাদক: নাসির আহমেদ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

দেশের কণ্ঠ © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত দেশের কণ্ঠ