logo
logo

বসুন্ধরা ফুডের পক্ষ থেকে এবং বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক

বসুন্ধরা ফুডের পক্ষ থেকে এবং বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে দুর্গম এবং প্রতন্ত অঞ্চলে সুষ্ঠ ভাবে ত্রাণ সরবরাহের লক্ষ্যে সেনাবাহিনী ত্রাণ বিতরণ ব্যবস্থাপনা কেন্দ্র, লজিস্টিকস এরিয়া, ঢাকা সেনানিবাসে বসুন্ধরা  ফুড এন্ড বেভারেজ এর পক্ষ থেকে ১০ হাজার উপহার প্যাকেট পৌঁছে দেয়া হয়।

বসুন্ধরা ফুড এন্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিঃ এর ত্রাণের প্রতি প্যাকেটে রয়েছে চাল, ডাল, তেল, লবন, আলু, পেঁয়াজ, মরিচ গুঁড়া মশলা, হলুদ গুঁড়া মশলা, খাবার পানি, দেয়াশলাই, ওর স্যালাইন এবং প্রয়োজনীয় ঔষুধ। ত্রাণ সামগ্রী সমূহ বন্যা দুর্গত কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট (মৌলভীবাজার) এলাকায় সরবরাহ করা হবে যা সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত হবে।

undefined/news/banglar-kantho/2e933deb-aeb3-4581-bd4a-3e24919c5cbf


logo
Copyright © all Rights Reserved.
logo
বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
২০ অগ্রহায়ণ ১৪৩১