বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
অভিনয় ও চলচ্চিত্র প্রযোজনার পাশাপাশি জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছেন বলিউড তারকা কৃতি শ্যানন। যার সুবাদে জার্মানির বার্লিনে আয়োজিত ‘বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে অংশ নেওয়ার সুযোগ হলো এই অভিনেত্রীর। ভারতীয় অভিনেত্রী হিসেবে কৃতি প্রথম এমন একটি আয়োজনের অংশ হতে পারলেন।
ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন জানিয়েছে, সম্প্রতি বার্লিনে আয়োজিত ‘বিশ্ব স্বাস্থ্য সম্মেলন ২০২৫’-এর মঞ্চে প্রথম ভারতীয় নায়িকা হিসেবে দেশের হয়ে প্রতিনিধিত্ব করলেন কৃতি। নারীদের স্বাস্থ্য নিয়ে সচেতনতার বার্তা দিলেন নায়িকা বিশ্বের দরবারে।
সম্মেলনে কৃতি বলেন, ‘সারা বিশ্বের জনসংখ্যার অর্ধেক নারী। কিন্তু তাদের স্বাস্থ্য নিয়ে কখনও কেউ মাথা ঘামায় না। এই সমস্যা বিশ্বব্যাপী ছড়িয়ে রয়েছে। এই মানসিকতার পরিবর্তন আনতে হবে। মনে রাখতে হবে, নারীদের স্বাস্থ্য একেবারেই হেলাফেলার বিষয় নয়।’
তিনি আরও বলেন, ‘পরিবারের নারী সদস্যের স্বাস্থ্য সুরক্ষিত রাখলে তবেই তিনি সবার যত্ন নিতে পারবেন। তাঁকে ছাড়া আপনার পরিবারের সবকিছুই অসম্পূর্ণ। তাই সময় থাকতেই তাঁর যত্ন নিতে হবে। অনেক ক্ষেত্রেই বাল্যবিয়ে ও পরিবারে মেয়েদের পিছিয়ে রাখার বিষয়ও তাদের বেশিরভাগ ক্ষেত্রে নিজেদের স্বাস্থ্য ও অধিকার নিয়ে কথা বলার মতো শক্তি জোগায় না। তাই নারীদের স্বাস্থ্য নিয়ে সচেতন হওয়া জরুরি।’
উল্লেখ্য, ইঞ্জিনিয়ারিং পাস করেও বলিউডেই মন বসিয়েছেন কৃতি। অভিনয়, প্রযোজনার পাশাপাশি রয়েছে তাঁর নিজস্ব ব্যবসাও। এখন তিনি ব্যস্ত পরিচালক আনন্দ এল রাইয়ের ‘তেরে ইশক মে’তে সিনেমার কাজ নিয়ে। এতে তাঁর বিপরীতে দেখা যাবে দক্ষিণ ভারতীয় সিনেমার আলোচিত অভিনেতা ধানুশকে। ‘তেরে ইশক মে’ সিনেমাটি মুক্তি পাবে চলতি বছর ২৮ নভেম্বর।