logo
logo

শেখ লানার 'অতঃপর আবার'

নিজস্ব প্রতিবেদক

গত ১৬ মে শুক্রবার, ঢাকাস্থ বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হলো সংগীতশিল্পী শেখ লানার দ্বিতীয় অ্যালবাম 'অতঃপর আবার'-এর প্রকাশনা উৎসব। বরেণ্য সুরকার ও সংগীতশিল্পী নকীব খান ও বরেণ্য গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী অতিথি হিসেবে উপস্থিত থেকে মোড়ক উন্মোচন করেন এই অ্যালবামের। 

WhatsApp Image 2025-05-17 at 6.09.28 PM

অ্যালবামে মোট গান রয়েছে ৮টি। সবগুলো গানের সুর ও সংগীতায়োজন করেছেন জয় শাহরিয়ার। কথা লিখেছেন কবির বকুল, ফাহিমুল ইসলাম, কেতন শেখ, জয় শাহরিয়ার, ফারহান আবিদ ও মারুফ হাসান৷ গানগুলো হলো মন নিশানা, কেমন করে, তুমি, মনের মাঝে, প্রতিরূপ, রোদের কাছে ঋণ, বাংলাদেশ ও কতটা তোমাকে বেসেছি ভালো।

আজব রেকর্ডস থেকে প্রকাশিত অ্যালবামটি শোনা যাচ্ছে ইউটিউব, স্পটিফাই, আইটিউন্স, ডিজার, অ্যামাজন, স্বাধীনসহ পৃথিবীজুড়ে সব স্ট্রিমিং প্ল্যাটফর্মে।

https://desherkantha.com/news/ananda-kantha/1f03317f-0fc5-6b20-a273-c8c7e153e530


logo
সম্পাদক ও প্রকাশক: মোঃ আলমগীর হোসেন
উপদেষ্টা সম্পাদক: নাসির আহমেদ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

দেশের কণ্ঠ © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত দেশের কণ্ঠ