Walton
ads
D Diamond

যশোরে তিন দফা দাবীতে পৌর নাগরিক কমিটির স্মারকলিপি প্রদান

জীবন আচার্য্য, যশোর অফিস 

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, দুপুর ৩:৩২

IMG_20240329_150855_782.jpg

যশোরে শহরে বসবাসরত নাগরিকদের সেবার মানউন্নয়নের লক্ষে পৌরবাসীর জন্য স্বাস্থ্যসম্মত সাপ্লাই পানি প্রবাহ নিশ্চিত, মশা নিধন, নিয়মিত ড্রেন সংস্কার ও পরিস্কার করার দাবিতে যশোর পৌরসভার মেয়রের কাছে স্মারকলিপি দিয়েছেন যশোর পৌর নাগরিক কমিটি। বৃহস্পতিবার দুপুরে সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে শহরের পৌরসভা কার্যালয়ের সামনে গিয়ে হাজির হন। পরে তারা পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দার গনি খান পলাশের কাছে স্মারকলিপি জমা দেন। যশোর পৌর নাগরিক কমিটির আহবায়ক শওকত আলী খান ও সদস্য সচিব জিল্লুর রহমান ভিটু সহ কমিটির অন্যান্য সদস্যরা মেয়রের কাছে জমা দেন। এসময় ভিটু বলেন, দেশের সর্বপ্রাচীন পৌরসভা যশোর পৌরসভা। অথচ এই পৌরসভার নাগরিকরা নানা সমস্যার আবর্তিত। বর্তমান পানি সরবরাহ, ময়লা আবর্জনা ও মশার দাপটে মানুষ অতিষ্ট। অথচ এসব বিষয়ে পৌর কর্তৃপক্ষকে বারবার জানালেও কোনো কার্যকর ভুমিকা নিচ্ছেনা। এজন্য ঈদের আগে যদি আমাদের দাবি মেন না হয় তাহলে ঈদ পরবর্তীতে কঠোর আন্দোলন ঘোষণা করা হবে।

bp
আর্কাইভ ক্যালেন্ডার
SMTWTFS