Walton
ads
D Diamond

মোবাইল কোর্টের ভয় দেখিয়ে উপজেলা নির্বাহীর সিএঅর্থ আদায়

আব্দুস সালাম মোল্লা, ফরিদপুর

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, দুপুর ২:৫০

Screenshot_2024-03-26_233048 (1).jpg

ফরিদপুর জেলা চরভদ্রাসন উপজেলার নির্বাহী অফিসারের গোপনীয় সিএ নিতাই কুমার সাহা ও সুজন পাল স্বাধীনতা দিবস পালন উপলক্ষে স্বাধীনতা দিবসের চিঠিও কুপন ধরিয়ে দিয়ে বিভিন্ন হাটবাজারের বণিক সমবায় সমিতি ও ব্যবসায়ীদের কে মোবাইল কোর্টের ভয় দেখিয়ে মোটা অংকের চাঁদা আদায় করছে।

সরজমিনে দেখা গেছে হাজীগঞ্জ বাজার বণিক সমবায় সমিতির সভাপতি কবিরুল আলমের উপস্থিতিতে তার অফিসে বিজয় দিবসের চিঠি হাতে ধরিয়ে মোটা অংকের অর্থ দাবি করছে। বিজয় দিবসের চিঠি সাংবাদিক হাতে দেয় নি। চরভদ্রাসনে স্বাধীনতা দিবস পালনের নামে কুপন দিয়ে বিভিন্ন হাট বাজারে ব্যবসায়ীসহ সকল এনজিও ব্যাংক বীমা বিভিন্ন কোম্পানি বিভিন্ন ব্যবসায়ীর নিকট চাঁদা দাবী করছে চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসারের গোপনীয় সিএ নিতাই কুমার সাহা ও সুজন পাল। চাহিদা মত টাকা না দেয়া হলে মোবাইল কোর্টের মাধ্যমে ভয় দেখিয়ে অর্থ আদায়ে হুমকি প্রদান করছে। যেকোনো সরকারি দিবস পালন উপলক্ষে এরা বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান থেকে অর্থ আদায় করছে। অথচ চারটি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান দুটি ভাই চেয়ারম্যান একটি উপজেলা চেয়ারম্যান এদের কাছে কোন অর্থ আদায়করা হয় নাই এবং বালু ব্যবসায়ীরাও বিভিন্ন ঠিকাদারিদের নিকট অর্থ আদায় করা হয়নি। আরো জানা গেছে ঠিকাদারী এবং বালু ব্যবসায়ীরা টেবিলের তলের মাধ্যমে কিছু অর্থ দেয় সেটা নিজ পকেটেস্থ যাওয়ায় সরকারি প্রোগ্রামে অর্থ চাওয়া হয় না। অহরহ বেকুদিয়ে ফসলি জমি বিনষ্ট করে মাটি কাটছে এদেরকে মোবাইল কোট' দিয়ে অর্থ আদায় করে সরকারি প্রোগ্রাম করা হয়নি। চাঁদা তুলে যে অর্থটি আদায় করা হয় সেই অর্থের সিংহভাগ মুক্তিযোদ্ধাদের বিষয়ে ব্যয়ীত হচ্ছে। মুক্তিযোদ্ধাদের সম্মানিত করতে সরকারি কোনো অর্থ বরাদ্দ না থাকায় চাঁদা তুলে মুক্তিযোদ্ধাদের সম্মানিত করা হয় না অসম্মানজনক করা হয় সেটা জাতির কাছে প্রশ্ন। 

চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল বিন করিমকে বার বার ফোন দিয়ে ও মেসেজ দিয়ে উপজেলা নির্বাহী অফিসারের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি ।

bp
আর্কাইভ ক্যালেন্ডার
SMTWTFS