Walton
Bashundhara Cement
D Diamond

জামায়াতের নিবন্ধন বাতিলের প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ সমাবেশ

ফেনী প্রতিনিধি

মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩, বিকাল ৭:০২

IMG_20231121_182039.jpg

বাংলাদেশ জামায়াতে ইসলামের নিবন্ধন নিয়ে মামলার রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা।

মঙ্গলবার (২১ নভেম্বর) ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মহিপালে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সেটি শেষ হয়।

ফেনী জেলা জামায়াত আমির এ কে এম সামসুদ্দিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে ফেনী জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি অধ্যাপক আবু ইউসুফ, ফেনী শহর জামায়াতের আমীর মোহাম্মদ ইলিয়াস, সেক্রেটারি আনম আব্দুর রহিম, শহর জামায়াত ও সদর উপজেলা জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে জামায়াত নেতারা বলেন, অবৈধ নীতিভ্রষ্ট রায়ের মাধ্যমে সরকার জামায়াতকে নির্বাচন থেকে দূরে রাখছে। এ সময় নেতাকর্মীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকারকে এর কঠিন জবাব দেয়া হবে।