Walton
Bashundhara Cement
D Diamond

ভোলায় ৯ জনকে জেলা প্রশাসকের শিক্ষা বৃত্তির চেক হস্তান্তর

ভোলা প্রতিনিধি

মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩, বিকাল ৬:৩৩

FB_IMG_1700558769830.jpg

মঙ্গলবার সকালে ২১ নভেম্বর, ভোলা জেলার ০৯ জন স্কুল ও কলেজ পর্যায়ের খেলোয়াড়ের মাঝে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন হতে প্রদত্ত "বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা বৃত্তির" চেক হস্তান্তর করেন ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান। স্কুল পর্যায়ের ০৬ জন খেলোয়াড়ের মাঝে প্রত্যেককে বাৎসরিক ১২ হাজার টাকা ও কলেজ পর্যায়ের ০৩ জন খেলোয়াড়ের প্রত্যেককে ২৪ হাজার টাকার চেক হস্তান্তর করেন, এবং জীবনকে ভালো মানুষ হিসেবে গরতে হলে সবাইকে ভালো পড়ালেখার পাশাপাশি খেলাদুলায়ও ভালো করতে হবে বলে উতসাহ দেন।

চেক হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিপন কুমার সাহা।