তারাকান্দায় ৫ কেজি গাঁজাসহ বাসের চালক ও হেলপার গ্রেফতার
তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩, বিকাল ৫:৫০

ময়মনসিংহের তারাকান্দায় পাঁচ কেজি গাঁজাসহ রিল্যান্স শান্তি পরিবহনের একটি বাসের চালক ও হেলপারকে গ্রেফতার করেছে পুলিশ।এ সময় বাসটি তল্লাশি করে একটি ব্যাগে রক্ষিত ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার(২১ নভেম্বর)সকালে তারাকান্দা বাসস্টেশন সংলগ্ন এলাকায় উক্ত বাসটিতে তল্লাশি করে ঐ মাদক উদ্ধার এবং বাসটির চালক ও হেলপারকে আটক করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন-উপজেলার তারাকান্দা ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত বাছির উদ্দিনের ছেলে বাস চালক খোকন মিয়া(৫০)এবং বাসটির হেলপার ময়মনসিংহ সদর উপজেলার গগণশাহ বাজার মীরকান্দাপাড়া গ্রামের বাবর আলীর ছেলে মো.আব্দুল কাদির(৪০)।
বিষয়টি নিশ্চিত করেছেন তারাকান্দা থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন।
তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন ময়মনসিংহ থেকে হালুয়াঘাটগামী একটি বাসে বড় ধরণের একটি মাদকের চালান যাচ্ছে।এই সংবাদের প্রেক্ষিতে যানবাহনে রাতভর তল্লাশি পরিচালনা করে রিল্যাক্স শান্তি পরিবহণের ঐ বাসটি থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।এই ঘটনায় বাসটির চালক ও হেলপারকে গ্রেফতার করা হয়েছে।বাসটি থানা হেফাজতে রয়েছে।
তিনি আরও জানান,গ্রেফতারকৃত চালক ও হেলপারকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজুর পর মঙ্গলবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।