Walton
Bashundhara Cement
D Diamond

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিবের বৈঠকে নির্বাচনের আলাপ হবে না

দেশের কণ্ঠ প্রতিবেদক

সোমবার, ২০ নভেম্বর ২০২৩, রাত ৮:১১

40.jpg

আসন্ন বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে (এফওসি) নির্বাচন নিয়ে কোনো আলোচনা হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সোমবার (২০ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকের মুখোমুখি হয়ে তিনি এ কথা জানান।

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন আগামী ২৪ নভেম্বর নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রসচিব বিনয় কোয়াত্রার সঙ্গে যৌথ পরামর্শক বৈঠকে বসবেন।

এক প্রশ্নের উত্তরে ড. এ কে আব্দুল মোমেন বলেন, এফওসি একটি রুটিন বৈঠক। এতে রাজনৈতিক কোনো আলোচনা হবে বলে মনে হয় না। সেখানে অমীমাংসিত ইস্যুগুলো নিয়ে গঠনমূলক আলোচনা হবে। আর রাজনৈতিক আলাপ তো হয়েই গেছে।

তিনি জানান, আসন্ন এফওসিতে নির্বাচন নিয়ে কোনো আলাপ হবে না।