Walton
Bashundhara Cement
D Diamond

কল করে বলে ‘তোর মৃত্যুর সময় এসে গেছে’: শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সোমবার, ২০ নভেম্বর ২০২৩, বিকাল ৫:২৮

64.jpg

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, বিশ্বের সব রাষ্ট্রকে বলতে চাই, যারা আমাদের হুমকি-ধমকি দেয়, বাংলাদেশ ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে, কারো করুণায় নয়। গতকাল আমার মোবাইল ফোনে অপরিচিত নম্বর থেকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। কল করে বলে-‘তোর মৃত্যুর সময় এসে গেছে’। কাদের ভয় দেখান? আমরা ’৭৫-এর পর যারা রাজনীতিতে এসেছি তারা মৃত্যুকে ভয় করি না।

সোমবার (২০ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটী এলাকায় থানা আওয়ামী লীগের শান্তি মিছিলের আগে সমাবেশে তিনি এ কথা বলেন।

বিএনপি-জামায়াতের সমালোচনা করে একেএম শামীম ওসমান বলেন, ২০০১ সালে তারা ক্ষমতায় এসে আমাদের বহু নেতাকর্মীকে হত্যা করেছে। আমার বাপ-দাদার বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছিলো। আমরা প্রতিশোধ নেইনি। আল্লাহর কাছে বিচার দিয়েছি। সেজন্যই এতদিন শেখ হাসিনা ক্ষমতায়।

উন্নয়নের কথা তুলে ধরে তিনি বলেন, নারায়ণগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হচ্ছে। লিংক রোড প্রশস্ত হচ্ছে। এই পুরাতন সড়কও ১৪০ ফিট চওড়া হচ্ছে। এখানে ফ্লাইওভার হবে। নাগিনা জোহা সড়ক হয়েছে। ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশেই আইটি ইনস্টিটিউট, পলিটেকনিক ইনস্টিটিউট হবে। শুধু ফতুল্লাতেই আমরা ছয়শ’ কোটি টাকার কাজ করেছি। আমরা মানুষকে ভালোবাসি। শেখ হাসিনা আমাদের ভালোবাসতে শিখিয়েছেন।

পরে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক নিয়ে বিশাল শান্তি মিছিল বের করেন শামীম ওসমান। মিছিলটি পঞ্চবটী থেকে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক দিয়ে পাগলা পর্যন্ত গিয়ে শেষ হয়।