Walton
Bashundhara Cement
D Diamond

আরো কিছুদিন রাজপথে থাকতে হবে: নুর

দেশের কণ্ঠ প্রতিবেদক

সোমবার, ২০ নভেম্বর ২০২৩, দুপুর ৪:২৫

18.jpg

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আরো কিছুদিন আমাদের রাজপথে জনগণকে নিয়ে থাকতে হবে। আমরা সামরিক বাহিনী, পুলিশ বাহিনী, বিচার বিভাগ, সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর মতামত নিচ্ছি, আলোচনা করছি। শিগগিরিই সরকার যদি পদত্যাগ না করে, আমরা অসহযোগ আন্দোলনের ডাক দেবো।

সোমবার (২০ নভেম্বর) দুপুরে সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিজয় নগর মোড়ে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এ কথা বলেন।

মিছিল শেষে কিছুক্ষণ পল্টন মোড় অবরোধ করে রাখেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলে দুইশর বেশি নেতাকর্মী অংশ নেন।

নুরুল হক নুর বলেন, আন্দোলনে পুলিশ যোগ দেবে, সচিবালয় থেকে বের হয়ে আসবেন সরকারি আমলারা। আপনার জন্য দুঃখ হয় যে, আপনি নিজের এবং আওয়ামী লীগের পতন ডেকে আনছেন। তাই বলবো রাজনৈতিক আলোচনার মাধ্যমে আওয়ামী লীগকে বাঁচান।

তিনি বলেন, এ সরকার এখন বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে এমপি মন্ত্রিত্বের অফার দিচ্ছে নির্বাচনে নিয়ে যাওয়ার জন্য। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, গণ অধিকার পরিষদ শেখ হাসিনার অধীনে কোনো পাতানো নির্বাচনে যাবে না।

গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, যতোই চাপ আসুক, যতই নির্যাতন আসুক, আমরা প্রয়োজনে কেরানীগঞ্জ কারাগারে যাবো, তবুও এ সরকারের পাতানো ফাঁদে পা দেবো না। সরকার এখন লাগামছাড়া পাগলা ঘোড়ার মতো আচরণ শুরু করেছে। তারা যেকোনো মূল্যে ক্ষমতায় আসতে মরিয়া হয়ে উঠেছে।

পরিষদের অন্য নেতাকর্মীরা বলেন, সরকার আমাদের ভয় দেখাচ্ছে নির্বাচনে অংশ নেওয়ার জন্য। আমরা সরকারের গোয়েন্দা সংস্থাকে বলেছি, কারাগারে যাবো, তবুও অবৈধ সরকারের অধীনে নির্বাচনে যাবো না।