Walton
ads
D Diamond

কুবিতে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত হল ত্যাগ ও সকল পরীক্ষা স্থগিত

কুবি থেকে মো. তোফাজ্জল হোসেন

রবিবার, ২ অক্টোবর ২০২২, রাত ৮:৩৭

image0.jpeg

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ছাত্রলীগের শোডাউনের জেরে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত সকল পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

বঙ্গবন্ধু, নজরুল ও দত্ত হলের শিক্ষার্থীরা রবিবার (২ অক্টোবর) সন্ধ্যা ৬.০০ টার ভিতর এবং নবাব ফয়জুন্নেসা ও শেখ হাসিনা হলের শিক্ষার্থীদের সোমবার (৩ অক্টোবর ) সকাল ৯.০০ টার ভিতর হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত হল বন্ধ থাকার আদেশ জারি হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহন এবং শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিজস্ব পরিবহন ব্যতিত অন্য সকল ধরনের পরিবহন ক্যাম্পসে প্রবেশের নিষেধাজ্ঞা দেওয়া হয়ে হয়েছে।

রবিবার (২ অক্টোবর ) উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন এর নির্দেশনাক্রমে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আমিরুল হক চৌধুরীর স্বাক্ষরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেয়া হয়।

এর আগে শনিবার (২ অক্টোবর ) দুপুরে  ৫০ জনের মতো একটি গ্রুপ বাইক, লাঠিসোঁটা, রামদা নিয়ে ক্যাম্পাসে টহল দিয়েছে। উদ্ভুত পরিস্থিতিতে এসব সিদ্ধান্ত নেয়া হয়।

bp
আর্কাইভ ক্যালেন্ডার
SMTWTFS