Walton
ads
D Diamond

দেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আর ফিরবে না : আইনমন্ত্রী

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২, দুপুর ৪:০৬

image-192896-1664443665.jpg

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি যতই রাজনীতি করুক, দেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আর ফিরবে না।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে নৌপরিবহন দিবস উপলক্ষে আয়োজিত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, জনগণ আইনের শাসনে বিশ্বাসী। তারা সর্বোচ্চ আদালতকে সম্মান করে। সর্বোচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে অবৈধ ঘোষণা করেছেন। তাই বিএনপি যতই আন্দোলন করুক, রাজনীতি করুক, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আর ফেরার নেই।

আরেক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, বাংলাদেশে আরও কিছুদিন থাকার পর যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বুঝতে পারবেন এদেশের মানবাধিকার পরিস্থিতির উন্নতি হয়েছে।

অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম, বুয়েটের অধ্যাপক ড. মোহাম্মদ তামিমসহ অনেকেই উপস্থিত ছিলেন।

bp
আর্কাইভ ক্যালেন্ডার
SMTWTFS