Walton
ads
D Diamond

পাচারের টাকা কর দিয়ে ফেরতের সুযোগ: কেন্দ্রীয় ব্যাংক

অনলাইন ডেস্ক

সোমবার, ৮ আগস্ট ২০২২, বিকাল ৭:২০

বাংলাদেশ ব্যাংক.jpg

দেশ থেকে পাচার করা টাকা ৭ শতাংশ হারে কর দিয়ে ফেরত আনার সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

আয়কর অধ্যাদেশ অনুসারে অফশোর ট্যাক্স অ্যামনেস্টি বিষয়ে কার্যক্রম গ্রহণ ও প্রচারে ব্যাংকগুলোকে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

চিঠিতে বলা হয়েছে, অর্থ আইন, ২০২২ এর মাধ্যমে আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর ধারা-১৯ এফ অনুসারে চলতি বছরের ১ জুলাই থেকে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত সময়সীমার মধ্যে ৭ শতাংশ কর দিয়ে বাংলাদেশের বাইরে যেকোনরূপে গচ্ছিত অপ্রদর্শিত অর্থ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বৈধভাবে দেশে এনে আয়কর রিটার্নে প্রদর্শন করা যাবে।

আরও পড়ুন: গম-ভুট্টা চাষে স্বল্প সুদে ঋণের বিশেষ তহবিল

এতে আরও বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত এফই সার্কুলার চিঠি নম্বর ২৬, তারিখ: ১৮ জুলাই, ২০২২ এরইমধ্যে জারি করা হয়েছে।

অফশোর ট্যাক্স অ্যামনেস্টি বিধান সংক্রান্ত বর্ণিত বিষয়টি শাখা পর্যায়ে বিজ্ঞপ্তি আকারে প্রদর্শনসহ গ্রাহকদের মধ্যে বহুল প্রচারের ব্যবস্থা নেয়ার পরামর্শ দেয়া হলো বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।