Walton
ads
D Diamond

ভূরুঙ্গামারীতে ৯০০ জন কৃষক বিনামূল্যে পাবে বীজ ও সার

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) থেকে মোঃ মনিরুল ইসলাম

বুধবার, ২৯ জুন ২০২২, বিকাল ৫:২১

Capture.JPG

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কৃষি পুনর্বাসন ও কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে উপকরণ বিতরণের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুন) দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কৃষি অফিসার বলেন, কৃষি প্রণোদনার আওতায় ৯০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে প্রতিজনকে ১ বিঘা জমির জন্য ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও এমওপি ১০ কেজি করে সার বিতরণ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন, নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা, কৃষি অফিসার শরিফুল ইসলাম, মাঠ পর্যায়ের কৃষক ও কৃষি কর্মকর্তাগন।