Walton
ads
D Diamond

জ্যৈষ্ঠ নাগরিকদের আলাদা সেবা দেবে বিএসএমএমইউ

অনলাইন ডেস্ক

বুধবার, ২৯ জুন ২০২২, দুপুর ২:০১

image-183230-1656489335.jpg

দেশের জ্যৈষ্ঠ নাগরিকদের জন্য আলাদা চিকিৎসা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। বহির্বিভাগে অধিক রোগীর লাইন থাকায় ষাটোর্ধ্ব রোগীদের সেবায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ জুন) সকালে বিএসএমএমইউর শহীদ ডা. মিল্টন হলে প্রশাসনিক সভায় তিনি এ নির্দেশ দেন।

ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ৫৭টি বিভাগ সমন্বয় করে রোগীদের চিকিৎসাসেবা দিয়ে আসছে। প্রতিদিন নয় হাজারের বেশি রোগী বহির্বিভাগ থেকে চিকিৎসাসেবা নিতে আসছেন। যার ফলে প্রতিটি সেবাবুথে দীর্ঘ লাইন থাকে। তাই রোগীর ভিড়ে বয়স্কদের চিকিৎসা নিতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। তাই যাদের বয়স ৬০ বছরের বেশি তাদের জন্য আলাদা ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে।

এ সময় প্রশাসনিক সভায় উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিক, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, ব্যাসিক সাইন্স ও প্যারা ক্লিনিক্যাল সাইন্স অনুষদের ডিন অধ্যাপক ডা. শিরিন তরফদার, অতিরিক্ত পরিচালক ডা. পবিত্র দেবনাথ, রেজিস্ট্রার ডা. স্বপন কুমার তপাদারসহ অনেকেই।

bp
আর্কাইভ ক্যালেন্ডার
SMTWTFS