Walton
ads
D Diamond

বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কে সেতু-উড়াল সড়ক নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৮ জুন ২০২২, দুপুর ২:১৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা.webp

সিলেটসহ দেশের হাওর এলাকায় ভয়াবহ বন্যায় ভেঙে যাওয়া ও ক্ষতিগ্রস্ত সড়কগুলো পুনরায় মেরামত না করে উড়াল সড়ক ও সেতু নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী মঙ্গলবার (২৮ জুন) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ নির্দেশ দেন। রাজধানীর শেরে বাংলা নগর এনইসি সম্মেলনকেন্দ্রে অনুষ্ঠিত এ সভায় প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে সভাপতিত্ব করেন।

সভা শেষে প্রধানমন্ত্রীর দেওয়া নির্দেশনা তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

মন্ত্রী বলেন, ‘বন্যার সময় সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা ও মৌলভীবাজারের অনেক সড়ক কেটে ফেলতে হয়েছে। অনেক জায়গায় কিছু সড়ক ভেঙেও গেছে। তাই এসব ক্ষতিগ্রস্ত সড়কের জায়গায় নতুন করে সড়ক নির্মাণ না করে সেতু, উড়াল সড়ক অথবা কালভার্ট নির্মাণ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।’ পানি চলাচলে যেন বাধা সৃষ্টি না হয়, সেজন্য এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।