Walton
ads
D Diamond

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ঋণ দেওয়ার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

অনলাইন ডেস্ক

সোমবার, ২৭ জুন ২০২২, বিকাল ৭:১০

1642781844.jpg

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে সৃষ্ট সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষি ঋণ সুবিধা প্রদানের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (২৭ জুন) বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগের (এসিডি) পরিচালক মো. আলী মোল্লা স্বাক্ষরিত সার্কুলার জারি করা হয়।

সার্কুলারে বলা হয়, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ ও দোহাকোনা জেলার পাশাপাশি দেশের উত্তরাঞ্চলে বন্যা কবলিত জেলাসমূহ- শেরপুর, জামালপুর, রংপুর, লালমনিরহাট এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক চিহ্নিত বন্যা কবলিত অন্যান্য জেলাসমূহের জন্যও এ ঋণ সুবিধা প্রযোজ্য হবে।

এতে আরও বলা হয়, কৃষক গ্রাহক পর্যায়ে ৪ শতাংশ কৃষি ঋণ বিতরণের জন্য গঠিত তিন হাজার কোটি টাকার বিশেষ পুনঃঅনস্ক্রিমের আওতার বরাদ্দপ্রাপ্ত ব্যাংকগুলোকে তাদের অব্যবহৃত স্থিতির ন্যূনতম ৪০ শতাংশ বন্যায় ক্ষতিগ্রস্ত জেলাসমূহে বিতরণ নিশ্চিত করতে হবে।

এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলে সার্কুলারে উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, দেশের ১০ জেলায় বন্যায় এখন পর্যন্ত ৮৪ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি ৫২ জনের মৃত্যু হয়েছে সিলেট বিভাগে।