Walton
ads
D Diamond

পাইকগাছায় অবহিতকরণ ও পরিকল্পনা গ্রহণ কর্মশালা অনুষ্ঠিত

পাইকগাছা (খুলনা) থেকে আলাউদ্দীন রাজা

সোমবার, ২৭ জুন ২০২২, দুপুর ২:৫৩

Capture.JPG

খুলনার পাইকগাছায় ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের অবহিতকরণ ও পরিকল্পনা গ্রহণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুন) সকালে পাইকগাছা উপজেলা কৃষি অফিসে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু।

বিশেষ অতিথি ছিলেন- পাইকগাছা পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী ও শিহাব উদ্দিন ফিরোজ বুলু।

কি নোট স্পীকার ছিলেন ক্লাইমেট -স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পর পরিচালক শেখ ফজলুল হক মনি।

কর্মশালায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন- উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার সরদার আলী আহসান, চেয়ারম্যান আব্দুস সালাম কেরু, সাংবাদিক আলাউদ্দীন রাজা, কৃষক কার্তিক চন্দ্র রায় প্রমুখ।