Walton
ads
D Diamond

ত্রাণ নিয়ে বন্যার্তদের পাশে জবি শিক্ষার্থীরা

জবি থেকে মো.সোহেল

শনিবার, ২৫ জুন ২০২২, দুপুর ২:৪৫

received_1205387913561072.jpeg

সিলেট অঞ্চলে ভয়াবহ বন্যার কবলে আটকে পড়া অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শুক্রুবার (২৪ জুন) ও শনিবার (২৫ জুন) জবিস্থ সিলেট বিভাগের শিক্ষার্থীরা সুনামগঞ্জের বিভিন্ন স্থানে পাঁচ শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন। এসব ত্রাণ সামগ্রীর ভেতর রয়েছে চাল, ডাল, আলু, পেঁয়াজ, লবন, স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ঔষধ ইত্যাদি।

সূত্র জানায়, গত ১৯ জুন থেকে জবিস্থ সিলেট বিভাগের শিক্ষার্থীরা বন্যার্তদের সহায়তার জন্য তহবিল সংগ্রহ শুরু করেন। পরবর্তীতে মুক্তমঞ্চ পরিষদ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এই কার্যক্রমে যুক্ত হয়। গত ২২ জুন থেকে মুক্তমঞ্চ পরিষদের আয়োজনে 'মানবিক সাংস্কৃতিক মঞ্চ' নামে সাংস্কৃতিক পরিবেশনা শুরু হয়। এই সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে করা হয় অর্থ সংগ্রহ। এসময় শিক্ষার্থীরা এক লক্ষ ১৬ হাজার টাকার তহবিল সংগ্রহ করেন।

bp
আর্কাইভ ক্যালেন্ডার
SMTWTFS